কলকাতা

উন্নয়নে ঢিলেমি, ক্ষুব্ধ মমতা, পাহাড়ের ১৭টি পর্ষদই পুনর্গঠনের নির্দেশ

দেবাঞ্জন দাস, দার্জিলিং: উন্নয়নের কাজে ঢিলেমি ও অনিয়মের অভিযোগে পাহাড়ের বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর জন্য গঠিত উন্নয়ন পর্ষদগুলি পুনর্গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার বিকেলে শৈলশহরের রিচমন্ড হিলের কনফারেন্স রুমে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) এবং ১৭টি উন্নয়ন পর্ষদের প্রতিনিধিদের সঙ্গে জরুরি বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে রাজ্য মন্ত্রিসভার সদস্য অরূপ বিশ্বাস, আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণি উন্নয়ন দপ্তরের প্রধান সচিব, জেলাশাসকরা সহ বহু আধিকারিক উপস্থিত ছিলেন। বৈঠক শেষে মমতা নিজেই পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর জন্য গঠিত উন্নয়ন পর্ষদগুলি পুনর্গঠনের খবর জানান। তিনি ঘোষণা করেন, এবার থেকে জিটিএ প্রধান অনীত থাপা (চেয়ারম্যান) এবং মিরিক পুরসভার পুরপ্রধান লালবাহাদুর রাইয়ের (ভাইস চেয়ারম্যান) নেতৃত্বাধীন ‘মনিটরিং’ কমিটি উন্নয়ন পর্ষদগুলির কাজকর্মের তদারকি ও নজরদারি করবে। সঙ্গে থাকবেন দার্জিলিং ও কালিম্পংয়ের দুই জেলাশাসক। ভেঙে দেওয়া উন্নয়ন পর্ষদগুলি যে আগামী এক-দেড়মাসের মধ্যে পুনর্গঠিত হবে, তাও জানিয়ে দেন মমতা। সূত্রের খবর, সবচেয়ে বেশি কাজে ঢিলেমি ও অনিয়মের অভিযোগ যাদের বিরুদ্ধে, এদিনই সেই তামাং উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সঞ্জয় মোক্তানকে সরিয়ে নতুন চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত আইএএস গোপাল লামাকে। 
তামাং, খস, লেপচা, ভুটিয়া, শেরপার মতো পাহাড়ের প্রান্তিক মানুষদের সামগ্রিক উন্নয়নের জন্য গত ২০১২ সালের ফেব্রুয়ারি মাস থেকে পৃথক পর্ষদ গঠনের কাজ শুরু করান মমতা। এখনও পর্যন্ত অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের অধীনে ১৪টি, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অধীনে দু’টি এবং সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের নিয়ন্ত্রণে একটি পর্ষদ গঠন করা হয়েছে। প্রশাসনের ওই সূত্রটি জানিয়েছে, নবান্নে জমা পড়া ভূরি ভূরি অভিযোগের সিংহভাগই পাহাড়ের জনগোষ্ঠীর জন্য গঠিত উন্নয়ন পর্ষদগুলির বিরুদ্ধে। উল্লেখ করা যেতে পারে, গৃহহীনদের বাড়ি, কমিউনিটি হল, শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা তৈরি সহ নানা কাজে এখনও পর্যন্ত প্রায় ৪০০ কোটি টাকা দিয়েছে নবান্ন। 
এদিকে, এদিনের বৈঠকেই চা-বাগানের ভূমিহীন শ্রমিকদের পাট্টা প্রদানের কাজ আরও তরান্বিত করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত রাজ্য সরকার ৫৫ হাজার চা-বাগান শ্রমিককে পাট্টা বিলি করেছে। মমতা বলেছেন, জেলাশাসকদের পাট্টা বিলির জন্য আরও জমি খুঁজতে বলা হয়েছে। পাহাড়ের যুবক-যুবতীদের কর্মসংস্থানের বিষয়েও বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, কর্মসংস্থানের লক্ষ্যে এখানকার যুবক-যুবতীদের উৎকর্ষ বৃদ্ধির জন্য তিনমাসের প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে বিভিন্ন সংস্থায় তাঁদের নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। এ ব্যাপারে একটি ওয়েব পোর্টাল খোলা হচ্ছে। পাহাড় ও সমতলের জন্য পিপিপি মডেলে জেলায় জেলায় ‘হাব’ তৈরি হচ্ছে। রাজ্যের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদিত সামগ্রী সেখানে বিক্রি করার ব্যবস্থাও থাকবে। 
কচিকাঁচাদের সঙ্গে খোশমেজাজে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার দার্জিলিংয়ে তোলা নিজস্ব চিত্র।
1d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা