কলকাতা

লর্ডস মোড়ে ভয়াবহ আগুনে ছাই একাধিক ঝুপড়ি ও দোকান

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: লর্ডসের মোড়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ওই এলাকার সান্ধ্য বাজারের পিছনে একটি ফাঁকা জায়গা রয়েছে। সেখানে গ্যারাজ সহ কয়েকটি গুমটি-ঝুপড়িতে বুধবার বিকেলে কোনওভাবে প্রথমে আগুন লাগে। তারপর সেখান থেকে তা ছড়িয়ে পড়ে। আগুনে বেশ কয়েকটি খাবারের দোকান সহ একাধিক ঝুপড়ি ছাই হয়ে যায়। তবে, মূল সান্ধ্য বাজারের কোনও দোকানের ক্ষতি হয়নি। দমকলের ১৬টি ইঞ্জিন ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারকে অন্যত্র রাখার ব্যবস্থা হয়েছে। অগ্নিকাণ্ডের জেরে লর্ডস মোড় কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে। প্রিন্স আনোয়ার শাহ রোডের উপরে দীর্ঘ গাড়ির লাইন পড়ে যায়। যানজট নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হয় পুলিসকে।
এদিন বিকেল তিনটে নাগাদ লর্ডস মোড়ের সান্ধ্য বাজারের পিছনের জমিতে থাকা গ্যারাজ, ঝুপড়ি দোকান থেকে আচমকা কালো ধোঁয়া বের হতে দেখা যায়। সঙ্গে সঙ্গে আগুন নেভাতে চলে আসেন এলাকাবাসীরা। কিন্তু ততক্ষণে আগুন ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে দফায় দফায় অকুস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। পৌঁছয় যাদবপুর থানার পুলিসও। অভিযোগ, ওই ঝুপড়ি এবং দোকানগুলিতে মজুত ছিল দাহ্য পদার্থও। ফলে সেখানে আগুন লাগার পর তা আরও ভয়াবহ আকার ধারণ করে।
ঘড়ছাড়া রত্না কয়াল, শুকদেব গাইনরা জানাচ্ছেন, দোকানে থাকা কয়েকটি সিলিন্ডারে বিস্ফোরণও ঘটে। আমাদের সব পুড়ে গিয়েছে। কিছুই বের করে নিয়ে আসা সম্ভব হয়নি। এদিকে, দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তা নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। পাশাপাশি ঘন জনবসতিপূর্ণ এলাকাটি থেকে তড়িঘড়ি অনেককেই নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
এদিন অগ্নিকাণ্ডের খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় ৯৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মৌসুমি দাস। যান স্থানীয় বিধায়ক দেবাশিস কুমারও। তিনি বলেন, ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে রাজ্য সরকার। সন্ধ্যার দিকে যান কলকাতার মেয়র। ঘরছাড়াদের জন্য লর্ডস মোড়ের একটি বিল্ডিংয়ে অস্থায়ী শিবিরের আয়োজন করেছেন স্থানীয় কাউন্সিলার মৌসুমি দাস। সেখানেও যান মেয়র। ক্ষতিগ্রস্তদের আশ্বস্ত করেন। কান্নায় ভেঙে পড়েন ঘরছাড়ারা। কারও কারও ঘরে নগদ টাকা ছিল। সেটাও পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে দাবি তাঁদের। মৌসুমিদেবী বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য জামা-কাপড়, খাওয়ারের ব্যবস্থা করা হয়েছে। 
অন্যদিকে দমকল সূত্রে খবর, কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে, কোনওভাবে গ্যারাজ বা ঝুপড়িতে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে দমকলের অনুমান।
15h 15m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা