রাজ্য

ট্যাব কাণ্ডে ধৃত আরও ৬, ৩০০ টাকায় অ্যাকাউন্ট ভাড়া!

নিজস্ব প্রতিনিধি, কলকাতা, হাওড়া, বর্ধমান, মালদহ ও রায়গঞ্জ: কমিশনের ভিত্তিতে ভাড়া নেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট! পড়ুয়াদের আসল অ্যাকাউন্টের নম্বর বদলে সেই ভাড়ার অ্যাকাউন্ট নম্বর ঢুকিয়ে দেওয়া হচ্ছে স্কুল শিক্ষাদপ্তরের পোর্টালে। পড়ুয়াদের জায়গায় সেই ‘মিউল’ অ্যাকাউন্টে চলে যাচ্ছে ট্যাবের টাকা। প্রতি অ্যাকাউন্ট ভাড়ায় গ্রাহকের প্রাপ্তি কত? মাত্র ৩০০ টাকা। ট্যাব কাণ্ডের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেল কলকাতা পুলিস। কলকাতা সহ রাজ্যজুড়ে আরও ৬ জনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। প্রাথমিক তদন্তে পুলিসের দাবি, ধৃতরা কেউই ট্যাব কাণ্ডের মূল অভিযুক্ত নন। প্রত্যেকেই অ্যাকাউন্ট ভাড়া দিয়েছেন কারও কথায়। আদতে কে বা কারা এর নেপথ্যে? লালবাজারের দাবি, স্কুল, ডিআই অফিস কিংবা শিক্ষাদপ্তরের অন্দরেই লুকিয়ে থাকতে পারে ‘ভূত’। 
রাজ্য পুলিস সূত্রে খবর, বুধবার পর্যন্ত ট্যাব-অনিয়মে মোট ৫৬টি মামলা রুজু হয়েছে। সবচেয়ে বেশি ১০টি মামলা হয়েছে ঝাড়গ্রামে। রাজ্যজুড়ে গ্রেপ্তার ১০ জন। এদিন রাত পর্যন্ত কলকাতা ছাড়া রাজ্যের অন্যান্য জেলা মিলিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষক। নাম রকি শেখ। তিনিই সরকারি পোর্টালের তথ্য প্রতারকদের দিয়েছিলেন বলে দাবি পুলিসের। বাড়ি মালদহের কালিয়াচকে। ওই এলাকা থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিস পিন্টু শেখ, জামাল শেখ এবং শ্রবণ সরকার নামে আরও তিন প্রতারককে গ্রেপ্তার করেছে। পূর্ব বর্ধমানের পড়ুয়াদের টাকা ২৮টি অ্যাকাউন্টে ট্রান্সফার করেছিল তারা। তার মধ্যে ২৫টি অ্যাকাউন্ট বাজেয়াপ্ত হয়েছে। 
কলকাতা পুলিস জানিয়েছে, যাদবপুর, সরশুনা, কসবা, মানিকতলা, ওয়াটগঞ্জ ও বেনিয়াপুকুর থানা মিলিয়ে মোট ছ’টি থানায় অভিযোগ হয়েছে। সব মিলিয়ে শুধুমাত্র কলকাতায় ৬২ জন পড়ুয়া ট্যাবের টাকা না পাওয়ার অভিযোগ করেছে। কলকাতায় সরশুনা থানার কেসে দু’জনকে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে পাকড়াও করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। ধৃতদের নাম কৃষ্ণপদ বর্মন এবং শরিফুল ইসলাম। তাঁদের তিনদিনের ট্রানজিট রিমান্ডে শহরে নিয়ে আসা হয়েছে। লালবাজার সূত্রের খবর, কৃষ্ণপদ ও শরিফুল অত্যন্ত দুঃস্থ পরিবারের সদস্য। তৃতীয় কেউ কমিশনের ভিত্তিতে তাঁদের অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার টোপ দেয়। সেই অনুযায়ী নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য দিয়ে দেন এই দু’জন। তাঁরা দু’জন একে অপরকেও চেনেন না। বাড়িও এক পাড়া বা গ্রামেও নয়। 
তাহলে কি আলাদা আলাদাভাবে প্রতারণা চালানো হচ্ছে? বেছে বেছে দুঃস্থদের অ্যাকাউন্ট প্রতারণার কাজে ব্যবহার করা হচ্ছে? আর মাস্টার মাইন্ড থেকে যাচ্ছে আড়ালে? নাকি ধৃতদের সঙ্গে যোগসাজশ রয়েছে কোনও অজ্ঞাতপরিচয় নেটওয়ার্কের? ভবানীভবন জানিয়েছে, প্রাথমিক তদন্তে ধৃতদের মধ্যে কোনও যোগসূত্র পাওয়া যায়নি। তবে গোয়েন্দাদের ধারণা, ট্যাবকাণ্ডে নিশ্চিতভাবে কোনও ‘চেন নেটওয়ার্ক’ রয়েছে। সূত্রের খবর, স্কুল শিক্ষাদপ্তরের পোর্টালে ঢোকার জন্য প্রতিটি স্কুলের একটি অ্যাকাউন্ট রয়েছে। তার ইউজার আইডি ও পাসওয়ার্ড থাকে স্কুলের প্রধান শিক্ষক, ক্যাশিয়ার ও অ্যাকাউন্ট্যান্টের কাছে। তাঁদের তিনজনের ফোন নম্বর নথিভুক্ত থাকে পোর্টালে। পূর্ব বর্ধমানের কেসের তদন্তে দেখা গিয়েছে, এই তিনজন ছাড়াও অন্য ফোন নম্বর ঢুকেছে পোর্টালে। এক্ষেত্রে প্রধান শিক্ষকের অনুমতি প্রয়োজন। কিন্তু, তা নেওয়া হয়নি। তাহলে এই ফোন নম্বর কার? স্কুলের অ্যাকাউন্ট থেকে কোনও অজ্ঞাতপরিচয়ের হাতে পড়ুয়াদের তথ্য পাচার হল? পূর্ব বর্ধমান জেলার পুলিস জানিয়েছে, রকি নামে ওই কম্পিউটার শিক্ষক সরকারি তথ্য সরবরাহ করত। কিন্তু কাকে? ধৃতের কল ডিটেলস রেকর্ড এখন গোয়েন্দাদের আতশকাচের তলায়।
16h 16m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা