রাজ্য

পাহাড় সফরে গিয়ে দার্জিলিং চিড়িয়াখানায় দুই তুষারচিতা শাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, দার্জিলিং: পাহাড় সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই শৈল্যশহরে গিয়ে সকাল বেলাতে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। শুধুই হাঁটাই নয়, দার্জিলিংয়ের বিভিন্ন জায়গায় ঘুরে জনসংযোগও করেছেন মুখ্যমন্ত্রী। এবার সেই হাঁটার ফাঁকেই দুই তুষারচিতা (স্নো লেপার্ড) শাবকের নামকরণ করলেন তিনি। আজ, বুধবার সকালে ম্যালের দিকে রাস্তা দিয়ে হাঁটার সময়ে দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কের সামনে থমকে দাঁড়িয়ে পড়েন মুখ্যমন্ত্রী। চিড়িয়াখানার নতুন দুই অতিথিকে (তুষারচিতা শাবক) দেখে খুশি হন মমতা। সঙ্গে সঙ্গে ওই দুই তুষারচিতা শাবকের নামকরণ করে দেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, একটি তুষারচিতা শাবকের নাম দিয়েছেন ‘ডার্লিং’ ও অপরটির নাম ‘চার্মিং’। চিড়িয়াখানার সামনে দাঁড়িয়ে ওই দুটি নাম ঘোষণার পাশাপাশি চারটি রেড পান্ডারও নামকরণ করেছেন মমতা। মুখ্যমন্ত্রী জানান, চারটি রেড পান্ডা শাবকের নাম ‘পাহাড়িয়া’, ‘ভিক্টরি’, ‘ড্রিম’ এবং ‘হিলি’।
দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে দুটি তুষারচিতা রয়েছে ‘রাহালা’ ও ‘নাকা’ নামে। তাদেরই দুই সন্তানের নাম ‘ডার্লিং’ ও ‘চার্মিং’ রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই দুই শাবকের জন্মের ফলে চিড়িয়াখানায় বর্তমানে তুষারচিতার সংখ্যা বেড়ে দাঁড়াল ১১-এ। আর নতুন চারটি শাবকের জন্মের পর বর্তমানে রেড পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯টি। পাহাড় হোক কিংবা কলকাতা, সকালে মর্নিং ওয়াক করার অভ্যাস রয়েছে মুখ্যমন্ত্রীর। সেইমতোই এদিন মর্নিং ওয়াকে বেরিয়ে দার্জিলিংয়ের পদ্মজা নায়ডু জুলজিক্যাল পার্কে গিয়েছিলেন তিনি। গত সোমবার রাতে পাহাড়ে পৌঁছন মুখ্যমন্ত্রী। গতকাল, মঙ্গলবার দার্জিলিংয়ে জিটিএ-এর সদস্যদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। আজ, বুধবার দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা