রাজ্য

নাবালিকা নিখোঁজে সিআইডি তদন্তের নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার নাবালিকা নিখোঁজের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ দিল হাইকোর্ট। কালনা থানায় দাফরপুর এলাকার বাসিন্দা ১৪ বছরের ওই মেয়েটি প্রায় পাঁচমাস ধরে নিখোঁজ। কিন্তু পুলিস এখনও তার কোনও হদিশ করতে পারেনি। সে পাচারও হয়ে থাকতে পারে বলে মনে করছে আদালত। তাই মেয়েটিকে খুঁজে বের করার জন্য বুধবার দায়িত্ব দিয়েছে এডিজি সিআইডিকে। 
মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, মেয়েটি ২৯ জুন সকাল সাড়ে ৬টায় স্কুলে যায়। তারপর আর বাড়ি ফেরেনি। অনেক খুঁজেও তার হদিশ পায়নি পরিবার। পরিবারের অভিযোগ, পাশ্ববর্তী বড় মিত্রপাড়ার এক যুবক মেয়েটিকে অপহরণ করেছে। অভিযোগ জানানো হলেও তাকে উদ্ধার করতে পারেনি পুলিস। এদিন বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি শুনানির জন্য ওঠে। রাজ্যের তরফে আইনজীবী জানান, পুলিস সবরকম চেষ্টা করেও মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। স্থানীয় সিসি ক্যামেরা ফুটেজ সূত্রে নানাভাবে তল্লাশিও চালানো হয়েছে। 
রাজ্যের এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি ঘোষ জানান, মেয়েটি পাচারও হয়ে থাকতে পারে। উপযুক্তভাবে তল্লাশি চালানোর মতো পরিকাঠামো একটি থানার নাও থাকতে পারে। তাই মামলাটির তদন্তভার সিআইডিকে হস্তান্তর করা হচ্ছে। বিচারপতির নির্দেশ, অ্যান্টি হিউম্যান ট্র্যাফিকিং ইউনিটের কোনও অফিসারকে দিয়ে এডিজি সিআইডি তদন্ত শুরু করবেন।

 
16h 16m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা