খেলা

পারথে প্রস্তুতি শুরু কোহলির, মুম্বইয়ে আটকে অধিনায়ক রোহিত

মুম্বই: অস্ট্রেলিয়ায় পৌঁছে অনুশীলনে নেমে পড়লেন বিরাট কোহলি। বুধবার বিকেলে দলের বাকি ক্রিকেটারদের সঙ্গে অপটাস স্টেডিয়ামের নেটে ঘণ্টা খানেক ঘাম ঝরালেন তিনি। বেশ চনমনেই দেখিয়েছে তাঁকে। খরা কাটিয়ে ফর্মে ফিরতে মরিয়া ভিকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচে করেছিলেন মোট ৯৩ রান। অস্ট্রেলিয়ায় অবশ্য তাঁর রেকর্ড ভালো। সেই পরিসংখ্যান যেমন কোহলিকে উজ্জীবিত করছে, তেমনি আশার আলো দেখাচ্ছে দলকেও। 
আর এক মহাতারকা রোহিত শর্মার প্রথম টেস্টে খেলা নিয়ে ধোঁয়াশা অব্যাহত। তিনি অস্ট্রেলিয়া যাননি। ক্যাপ্টেন এখনও মুম্বইয়ে। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই ছুটি নিয়েছেন হিটম্যান। তাই বলে ঘরে বসে বিশ্রাম নয়। সামনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ। সেই ফলের উপর নির্ভর করবে টিম ইন্ডিয়ার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার ভাগ্য। এখনও পর্যন্ত যা খবর, তাতে রোহিত হয়তো প্রথম টেস্টে খেলবেন না। তাঁর জায়গায় পারথে প্রথম ম্যাচে ওপেনার হিসেবে ভাবা হচ্ছে লোকেশ রাহুলকে। তবে বাকি চারটি টেস্টে সেরাটা মেলে ধরতে মরিয়া রোহিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে একেবারেই ফর্মে ছিলেন না হিটম্যান। তিন ম্যাচে করেছিলেন মাত্র ৯১ রান। সেই সঙ্গে হোয়াইটওয়াশের লজ্জাও সঙ্গী হয়েছিল ভারত অধিনায়কের। রোহিত জানেন, ডনের দেশে ভালো পারফর্ম করতে না পারলে কোপ পড়বে ক্যাপ্টেন্সিতে। এমনকী, বিদায় ঘণ্টাও বেজে যেতে পারে। তাই ভুলত্রুটি শুধরে নেওয়ার ব্যাপারে জোর দিয়েছেন তিনি। মুম্বইয়ে রিলায়েন্স কর্পোরেট পার্কে একাই ঘাম ঝরাচ্ছেন স্থানীয় ক্রিকেটারদের সঙ্গে। 
এদিকে, পারথে ২২ নভেম্বর প্রথম টেস্ট খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটাররা গোপনে অনুশীলন সারছেন। সেখানে মিডিয়ার প্রবেশাধিকার নেই। আসলে কোচ গৌতম গম্ভীর চাইছেন অজি সংবাদমাধ্যমের গুপ্তচরবৃত্তি ঠেকাতে। কারণ তিনি জানেন, সিরিজের আগে তাঁর দলের উপর নানা উপায়ে মনস্তাত্বিক চাপ সৃষ্টির চেষ্টা চলবে। লক্ষ্য থাকবে ফোকাস নড়িয়ে দেওয়ার। এই ব্যাপারে ছেলেদের সতর্কও করেছেন কোচ। এবারের ভারতীয় দলে অভিজ্ঞতার সঙ্গে তারুণ্যের মিশেল স্পষ্ট। তাই নবাগতদের আগলে রাখার চেষ্টা চলছে সমানতালে। তবে মিডিয়ার উপর এই নিষেধাজ্ঞা সাময়িক। কারণ, শুক্রবার কোহলিরা ভারতীয় এ দলের বিরুদ্ধে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবেন। যেখানে মিডিয়ার প্রবেশে বাধা নেই। উল্লেখ্য, মহড়া ম্যাচে ব্যাটসম্যানরা দ্রুত আউট হলে বাড়তি সুযোগ পাবেন।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা