দেশ

খাবারের দাম বৃদ্ধিতে পকেট ফাঁকা মধ্যবিত্তের, চার মাসে দেশে সর্বোচ্চ পাইকারি মুদ্রাস্ফীতি

নয়াদিল্লি, ১৪ নভেম্বর: আমজনতার পকেটে চাপ ক্রমশই বাড়ছে। ক্রমাগত খুচরো মুদ্রাস্ফীতি বৃদ্ধির পাশাপাশি দেশে এবার লাফিয়ে বাড়ছে পাইকারি মুদ্রাস্ফীতির হারও। সরকারি পরিসংখ্যান অনুসারে, অক্টোবরে পাইকারি মুদ্রাস্ফীতির হার চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার প্রকাশিত তথ্য অনুসারে, দেশে অক্টোবরে পাইকারি মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ২.৩৬ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যদ্রব্য, বিশেষ করে সবজি ও উৎপাদিত পণ্যের দাম বৃদ্ধির জেরেই অক্টোবরে রকেটের গতিতে উপরে উঠেছে পাইকারি মুদ্রাস্ফীতির হার। সরকারি রিপোর্ট অনুসারে, ২০২৪ সালের সেপ্টেম্বরে এই হার ছিল ১.৮৪ শতাংশ। অন্যদিকে, সেই সময় খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতির হার ছিল ১১.৫৩ শতাংশ। অক্টোবরে এই হার বেড়ে হয়েছে ১৩.৫৪ শতাংশ। সবজির দাম বেড়েছে সবচেয়ে বেশি। সবজির ক্ষেত্রে অক্টোবরে মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬৩.০৪ শতাংশ।  যেখানে সেপ্টেম্বরে এই হার ছিল ৪৮.৭৩ শতাংশ। অক্টোবরে আলু ও পেঁয়াজের মুদ্রাস্ফীতি যথাক্রমে ৭৮.৭৩ শতাংশ এবং ৩৯.২৫ শতাংশ। ফলে তা রেকর্ড গড়েছে। আবার পুজোর মাসে জ্বালানি ও বিদ্যুতের ক্ষেত্রে মুদ্রাস্ফীতি ৫.৭৯ শতাংশে দাঁড়িয়েছে, যা আগের মাস অর্থাৎ সেপ্টেম্বরে ছিল ৪.০৫ শতাংশ।
প্রসঙ্গত, দেশে খুচরো মুদ্রাস্ফীতিও কিন্তু লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই সপ্তাহের শুরুতে প্রকাশিত কনজিউমার প্রাইস ইনডেক্সের তথ্য অনুযায়ী, খাদ্যদ্রব্যের ব্যাপক দাম বৃদ্ধির কারণে খুচরো মুদ্রাস্ফীতি ১৪ মাসের সর্বোচ্চ ৬.২১ শতাংশে পৌঁছেছে। এই পরিসংখ্যান আরবিআই-এর নির্ধারিত সীমার চেয়ে বেশি। যার ফলে ডিসেম্বরে রেপো রেট কমানোর সম্ভাবনা কিছুটা হলেও ধাক্কা খেয়েছে বলে মনে করছেন আর্থিক বিশেষজ্ঞরা।
20h 20m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা