দেশ

কোথায় আছ, কেমন আছ? কান্নাভেজা চোখে পরিচিতদের খোঁজ নিল ওয়েনাড়

ওয়েনাড়: ‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে...’ বয়সের ভারে চামড়ায় ভাঁজ পড়েছে। চোখের দুই কোটর থেকে গড়িয়ে পড়ছে জল। প্রিয়জন হারানোর বেদনা এখনও সমান দগদগে। তবে আজ বহুদিন পর এত পরিচিত মানুষের সঙ্গে দেখা। তাঁদের জড়িয়ে ধরছেন। তাতেই শান্তি। বিপর্যয়ের শোক বুকে চেপে উপ নির্বাচনে এভাবেই ভোট দিল ওয়েনাড়। বুথে বুথে তৈরি হল টুকরো টুকরো আবেগঘন মুহূর্ত।
রাহুল গান্ধীর ছেড়ে যাওয়া কেরলের এই লোকসভা আসনে প্রার্থী হয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। এই উপ নির্বাচনেই তাঁর ভোট রাজনীতিতে হাতেখড়ি। জয় নয়, মূল চ্যালেঞ্জ দাদার জয়ের ব্যবধানকে পিছনে ফেলে দেওয়া। খুশি মনে সেই লক্ষ্যেই বোনের হয়ে প্রচার সেরেছেন রাহুল। আর বুধবার ভোটের সকালে এক্স হ্যান্ডলে ওয়েনাড়ের জন্য বার্তা দিলেন প্রিয়াঙ্কা। কংগ্রেস প্রার্থী লিখলেন, ‘আমার প্রিয় ভাই-বোনেরা, দয়া করে আজ ভোট দিন। এই দিনটা আপনাদের। নিজেদের পছন্দ বেছে নেওয়া ও সংবিধান প্রদত্ত সবচেয়ে মহান ক্ষমতা প্রয়োগের দিন। চলুন, একসঙ্গে আরও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলি!’
কিন্তু অভিশপ্ত ৩০ জুলাইকে ভুলবে কী করে ওয়েনাড়? কী করে ভুলবে প্রকৃতির সেই রুদ্র মূর্তি! নিমেষে শেষ তিন-তিনটি পাহাড়ি গ্রাম— মুন্দাক্কাই, চুড়ালমালা ও মানচিরিমাত্তম। ভূমিধসে কাদা-মাটির নীচে কয়েকশো বাড়ি। মৃত্যু দুই শতাধিক মানুষের। গৃহহীন হাজার হাজার মানুষকে প্রশাসন বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। উপ নির্বাচন উপলক্ষ্যে প্রশাসনের তরফে তাঁদের ফের নিজ নিজ এলাকার ভোট দেওয়ার জন্য নিয়ে আসার ব্যবস্থা করা হয়। তিনটি বিপর্যস্ত গ্রাম থেকে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত মানুষকে ভোটগ্রহণ কেন্দ্রে আনার জন্য বিনামূল্যে গাড়ি ও বাসের ব্যবস্থা করা হয়েছিল। অনেকেই গত লোকসভা ভোটে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে ভোট দিতে এসেছিলেন। কিন্তু এবার আর সঙ্গে প্রিয় মানুষটি নেই। তাই চোখের জল বাধ মানছে না। বুথের বাইরে চোখ মুছতে মুছতে এক বৃদ্ধ বললেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একত্রে সব উৎসব পালন করতাম। কিন্তু কোথা থেকে যে কী হয়ে গেল!’ প্রশাসনের তরফে ব্যবস্থা করা একই বাসে ভোট দিতে এসেছেন ওই বৃদ্ধের এক বন্ধু। সমবেদনার সুরে তিনি বললেন, ‘কান্না থামাও, সব ঠিক হয়ে যাবে।’ ভোটের লাইনে দাঁড়িয়ে এক মহিলা বললেন, ‘ওই মারণ-ধসের পর প্রাণে বেঁচে যাওয়া মানুষকে জেলার বিভিন্ন জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এতদিন পর তাঁদের সঙ্গে ফের দেখা হচ্ছে। প্রথমেই আমরা জানতে চাইছি, কোথায় আছ? কেমন আছ?’
‘নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্যলেশ...।’
বুধবার ভোটদান চলাকালীন ওয়েনাড়ে হাজির কংগ্রেস প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: পিটিআই
16h 16m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা