দেশ

কোভিড মোকাবিলার নামে ‘পুকুর চুরি’র জবাব দিন মোদি, আক্রমণ সিদ্ধারামাইয়ার

মাইসুরু (পিটিআই): পিপিই কিটের দাম ছিল ৩৩০ টাকা করে। কিন্তু সেই কিটই কেনা হয়েছিল ২ হাজার ১০০ টাকা প্রতি পিস দাম দেখিয়ে। কোভিড-১৯ মোকাবিলার নামে পুকুর চুরি করেছিল কর্ণাটকের পূর্বতন বিজেপি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগে এর জবাব দিন। দুর্নীতি ইস্যুতে বুধবার এভাবেই বিজেপি তথা প্রধানমন্ত্রীকে প্রত্যাঘাত করলেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। প্রবীণ এই কংগ্রেস নেতার অভিযোগ, প্রধানমন্ত্রী মিথ্যা বচনের সব সীমা ছাড়িয়ে গিয়েছেন।
মহারাষ্ট্রে ভোটের প্রচারে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর দাবি, কর্ণাটকের কংগ্রেস সরকার মদ ব্যবসায়ীদের কাছ থেকে ৭০০ কোটি টাকা তুলেছে। সেই টাকা ব্যবহার করা হচ্ছে মহারাষ্ট্রের বিধানসভা ভোটে। যদিও এদিন অভিযোগ অস্বীকার করে পাল্টা তোপ দেগেছেন সিদ্ধারামাইয়া। এবিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী মিথ্যা বলছেন। কোভিড-১৯ মোকাবিলার নামে যে কেলেঙ্কারি হয়েছিল, তা নিয়ে তাঁর বক্তব্য কী? রাজ্যে বিজেপি সরকার থাকার সময় ৩৩০ টাকার পিপিই কিট কেনা হয়েছিল ২ হাজার ১০০ টাকা করে। এখানে সব দর্নীতিই বিজেপির আমলে হয়েছে। আমাদের সরকারে কোনও অনিয়ম নেই। অভিযোগের প্রমাণ দিন প্রধানমন্ত্রী। আমি রাজনীতি থেকে অবসর নিয়ে নেব। আর প্রমাণ দিতে না পারলে তিনি কি প্রধানমন্ত্রী পদে ইস্তফা দেবেন? মিথ্যা বচনের সীমা থাকা উচিত।’
মুডা প্রকল্পে জমি কেলেঙ্কারির অভিযোগে তদন্ত শুরু করেছে ইডি। অভিযুক্তের তালিকায় রয়েছেন সিদ্ধারামাইয়ার স্ত্রী ও শ্যালকের নামও। এবিষয়ে কর্ণাচকের মুখ্যমন্ত্রী বলেন, ‘ইডি যাকে ইচ্ছা জিজ্ঞাসাবাদ করতে পারে। কোনও সমস্যা নেই। ইডির তদন্ত নিয়ে আমি কোনও মন্তব্য করব না। তবে এটুকু বলতে পারি, তারা একটি মিথ্যা মামলা নিয়ে তদন্ত করছে।’
16h 16m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা