শরীর ও স্বাস্থ্য

ক্যান্সার প্রতিরোধে মেডিকার উদ্যোগ

জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষ্যে একটি আলোচনাসভার আয়োজন করেছিল মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল। জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসের থিম— প্রতিরোধ, দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা। সেই রেশ ধরেই আধুনিক সময়ে ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে স্বেচ্ছাসেবী সংস্থার ভূমিকার কথা উঠে আসে এই আলোচনায়। এতে চিকিৎসক-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও অংশ নিয়েছিলেন। প্রান্তিক ও দরিদ্র মানুষজনের কাছে ক্যান্সারের সঙ্গে লড়াইয়ের প্রথম ও মুখ্য বাধা অর্থ। এখানেই ভূমিকা শুরু স্বেচ্ছাসেবী সংস্থাগুলির। বিভিন্ন বেসরকারি হাসপাতালের সঙ্গে একত্রে কাজ করে খরচে ভর্তুকি দিয়ে অনেক রোগীকেই চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে পারে তারা। নিখরচায় ক্যান্সার স্ক্রিনিং, বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা, পুষ্টি নিয়ে পরামর্শ, রোগীর যাতায়াত ও কাউন্সেলিংয়ে সাহায্য করার মতো সহযোগিতাও করা সম্ভব। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেডিকার রেডিয়েশন অঙ্কোলজি বিভাগের সিনিয়র কনসাল্ট্যান্ট ও অ্যাডভাইজার অধ্যাপক ডাঃ সুবীর গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘মেডিকাতে আমরা বিভিন্ন এনজিও র সাথে ক্যান্সার নিয়ে কাজ চলেছি যাতে প্রয়োজন অনুসারে মানুষকে পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হয়। আমরা বেশ কিছু ক্ষেত্রে এনজিও র সাথে কাজ করে সফল হয়েছি এবং অনেক মানুষ উপকৃত হয়েছেন।’ এই প্রসঙ্গে মণিপাল হসপিটাল (পূর্ব)-এর রিজিওনাল চিফ অপারেটিং অফিসার ডঃ অয়নাভ দেবগুপ্ত বলেন, ‘আমাদের খুব কষ্ট হয় দেখে যখন কোন মানুষ চিকিৎসার অভাবে মারা যান। শুরুর থেকেই, আমরা বিভিন্ন বেসরকারি সংস্থার সাথে পার্টনারশিপ করেছি যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষকে সহজ করা যায়।’
24d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে আকস্মিক জটিলতা সৃষ্টি হতে পারে। দুপুরের পর থেকে জটিলতা মুক্তি ও কর্মে উন্নতি। ভ্রমণ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৫ টাকা৮৫.৫৯ টাকা
পাউন্ড১০৬.১০ টাকা১০৯.৮৬ টাকা
ইউরো৮৭.৯১ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা