শরীর ও স্বাস্থ্য

প্রাণঘাতী সংক্রমণ, জীবন বাঁচাল দুর্গাপুর মিশন

পঞ্চাশোর্ধ্ব সুমতিদেবী (নাম পরিবর্তিত)। গলব্লাডার স্টোনের অপারেশন করাতে রাঁচির এক হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অপারেশনের পর তাঁর বাইল লিকেজের সমস্যা তৈরি হয়। পেটে দেখা দেয় সংক্রমণ। ওদিকে ২০০২ সালে রোগিণীর হাইড্রোকেফালাস বা ব্রেনে জল জমার জটিলতার জন্য ব্রেনে ভিপি শান্ট সার্জারি হয়েছিল অন্য এক হাসপাতালে। গলব্লাডার অপারেশনের পরেই পরিস্থিতি ক্রমশ ঘোরালো হতে থাকে। ভিপি শান্টের শেষপ্রান্ত খোলা ছিল পেটে। ফলে পেটের সংক্রমণ ওই শান্টের মাধ্যমে ব্রেনে প্রবেশ করে। ভেন্ট্রিকুলাইটিসের সমস্যাও দেখা দেয়। সব মিলিয়ে ওই মহিলা হাইড্রোকেফালাস, ভেন্ট্রিকুলাইটিস, এবং বাইল লিকেজের মতো জটিলতায় আক্রান্ত হন। প্রাণ নিয়ে পড়ে যায় টানাটানি। 
দুর্গাপুর মিশন হাসপাতালে ওই ভদ্রমহিলাকে নিয়ে তাঁর আত্মীয়রা পৌঁছানো মাত্র মেডিক্যাল টিম গঠন করা হয়। টিমে ছিলেন ইনটেনসিভ কেয়ার স্পেশালিস্ট ডাঃ অক্ষয় কুমার দাস, নিউরোসার্জেন ডাঃ সত্যজিত্‍ দাস এবং ডাঃ গোপী কৃষ্ণ, ল্যাপারোস্কোপিক এবং জিআই সার্জেন ডাঃ আশিস কৃষ্ণা, গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট ডাঃ অর্ণব দে। ভিপি শান্ট বের করা হয়। ব্রেন থেকে জল বের করার জন্য অস্থায়ীরূপে এক্সটারনাল ভেন্ট্রিকুলার ড্রেনেজের (ইভিডি) ব্যবস্থা করা হয়। এন্ডোস্কোপির মাধ্যমে বিলিয়ারি লিকেজ বন্ধ করা হয়। ব্রেনে ভেন্ট্রিকলে সরাসরি দেওয়া হয় অ্যান্টিবায়োটিক। ধীরে ধীরে পরিস্থিতি আয়ত্তে আসে। হাইড্রোকেফালাসকে কন্ট্রোলের জন্য রোগিণীর ব্রেনে বসানো হয় লো প্রেশার ভিপি শান্ট। রোগী এখন অনেক সুস্থ। রোজকার কাজকর্মও করছেন।
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আজ ব্যবসার গতি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। সুগার ও প্রেশার-এর অসমতায় কষ্ট...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৪ টাকা৮৫.৭৮ টাকা
পাউন্ড১০৫.৬৫ টাকা১০৯.৪০ টাকা
ইউরো৮৭.১৬ টাকা৯০.৫৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
14th     December,   2024
দিন পঞ্জিকা