কলকাতা

১৯ ডিগ্রিতে আটকে শহরের সর্বনিম্ন তাপমাত্রা, সপ্তাহ শেষে নামবে পারা?

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহর কলকাতায় ফিরেছে শীতের পরশ। গত সপ্তাহ থেকেই কলকাতায় তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। তবে তারপর প্রায় ৫ দিন শহরের তাপমাত্রা আর কমেনি। গতকালও ১৯ ডিগ্রির আশেপাশেই ঘুরেছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ বৃহস্পতিবার, আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, শহরের আকাশ থাকবে পরিষ্কার। মেঘহীন আকাশে আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে হাওয়া অফিস।
বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে চলেছে ২৮ ডিগ্রি ও ১৯ ডিগ্রির আশেপাশে। গতকাল কলকাতায় এই তাপমাত্রা ছিল যথাক্রমে ২৮.৪ ডিগ্রি ও ১৯.৮ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রে যা কিনা ১.৬ ডিগ্রি কম ও সর্বনিম্ন তাপমাত্রার বিচারে ০.১ ডিগ্রি কম।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রার পারা আরও কিছুটা নামতে পারে। সেক্ষেত্রে আগামী সপ্তাহের শুরু থেকেই তাপমাত্রা সর্বনিম্ন ১৬ ডিগ্রিতে নেমে আসতে পারে। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা এখনই নেমে এসেছে ১৩ ডিগ্রিতে। পুরুলিয়া ও মেদিনীপুরের একাধিক অংশে রাতের বেলায় তীব্র ঠাণ্ডা অনুভূত হচ্ছে। নতুন কোনও ঘূর্ণাবর্তের প্রভাব না থাকলে ডিসেম্বর মাসের শুরুতে শহর কলকাতাতেও তাপমাত্রা যে হু হু করে নামবে তা বলাই বাহুল্য।
7h 7m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা