শরীর ও স্বাস্থ্য

শুধু নিজেকেই বড্ড ভালোবাসেন? ‘ভুলে যাওয়ার রোগ’ হওয়ার আশঙ্কাও বেশি আপনার
ডাঃ শৌভিক দুবে (বাঙ্গুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সস)

 

প্রায়ই এটা সেটা হারিয়ে ফেলেন বিনয়বাবু। মাছ কিনতে গিয়ে বেখেয়ালে কিনে আনেন মাংস। নিরামিষের দিন হিলহিলে গলদা! অফিসের বড়বাবুর ঘরে হন্তদন্ত হয়ে ঢুকেই ভুলে যান ঠিক কী বলতে এসেছিলেন। পাড়ার সকলের কাছেই তিনি ‘ভুলোমানুষ’। বিনয়বাবুর রকমসকম দেখে আতঙ্কে থাকেন স্ত্রী, কোনদিন না নিজের নামটাই ভুলে বসে লোকটা! আত্মীয়রা আড়ালে বলেন, ‘এই বয়সেই কি ডিমেনশিয়া ধরল! ডাক্তারবদ্যি দেখাও, এত ভুলে যায় কেন?’
‘ডিমেনশিয়া’ নিয়ে আধুনিক বিশ্বে অনেকেই সচেতন। অসুখটির নিয়ে নিরন্তর গবেষণা চলছে বিশ্বজুড়ে। সাধারণ মানুষের কাছে এই রোগ মানে ‘ভুলে যাওয়ার অসুখ’। তবে গবেষণা চালাতে গিয়ে যা বুঝেছি, তা কিন্তু এই প্রচলিত ধারণাকে নস্যাৎ করে দিয়েছে। আসলে ‘ভুলে যাওয়া’-ই ডিমেনশিয়া রোগের একমাত্র লক্ষণ নয়। মানুষ ডিমেনশিয়ায় আক্রান্ত না হয়েও অনেক কিছুই বিনয়বাবুর মতো ভুলে যেতে পারেন। তাতে ডিমেনশিয়ার হাত নেই। তবে ভয় তখনই, যখন ভুলে যাওয়ার সঙ্গে কোনও মানুষের ব্যক্তিত্বের আমূল পরিবর্তন হচ্ছে। চঞ্চল মানুষ হয়ে উঠছেন শান্ত। আর সাত চড়ে রা না করা লোক, পাড়ার ফালতু ঝামেলায় হাতাহাতি করে আসছেন। এই ব্যবহারগত পরিবর্তনই ডিমেনশিয়ার প্রাথমিক লক্ষণ। পরে এর সঙ্গে যোগ হয়েছে ভুলে যাওয়ার সমস্যা। তবে ব্যক্তিত্বের বদল না ঘটলে শুধুই ভুলে যাওয়া নিয়ে অত ভয় পাওয়ার কিছু নেই। 
আধুনিক যুগে গবেষণায় এমন কিছু বিষয় নানা কেস স্টাডিতে উঠে এসেছে যা দেখলে চমকে যেতে হয়। ২০১৫ থেকে এই অসুখ নিয়ে গবেষণা চালাতে গিয়ে দেখেছি,  ডিমেনশিয়া কার হবে ও কার হবে না সেটা অনেকটা নির্ভর করে তার জীবনশৈলী, বেড়ে ওঠা, জিন থেকে প্রাপ্য স্বভাব এসবের উপর! 
একজন শিশু তার জিন পায় বাবা ও মায়ের থেকে। বাবা ও মায়ের স্বভাবচরিত্র (নেচার) সে তার জিনে বহন করে। সঙ্গে যোগ হয় সে কোন পরিবেশে বড় হচ্ছে, কাদের কাছে ও কোন সঙ্গ পেয়ে (নার্চার) বড় হচ্ছে। এই নেচার ও নার্চারের যুগলবন্দিতে শিশুটির চরিত্র, স্বভাব ও রুচি তৈরি হয়। তবে পরিবেশের প্রভাব একজনের উপর থাকলেও নেচারের গুরুত্ব প্রায় ৭০-৮০ শতাংশ। একজনের ব্যক্তিত্ব তৈরি ও তিনি সারাজীবন কোন আদর্শ ও ভাবনা নিয়ে চলেছেন, তা অনেকটা ভূমিকা পালন করে এই রোগের বেলায়। 
২০১৫ থেকে ২০২৪ পর্যন্ত বহু ডিমেনশিয়া রোগীকে দেখতে দেখতে তাঁদের পূর্ব জীবন সম্পর্কে জানতে গিয়ে দেখেছি, একটি বড় অংশ রোগীই সুস্থ থাকাকালীন আত্মকেন্দ্রিক, চুপচাপ, উদ্বিগ্ন, শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকা মানুষ ছিলেন। অন্যের জন্য অনুভূতি খুব কম ছিল। চিকিৎসা পরিভাষায় একে বলে ‘নিউরোটিসিজম’। এই নিউরোটিসিজমে কি মানুষের জিন, স্বভাব কোনওভাবেই দায়ী নয়? ২০১৯ সালে ফ্লোরিডার এক বিজ্ঞানী তেরেসিয়ানো এ বিষয়ে একটি স্টাডি প্রকাশ করেন। তা হুবহু মিলে যায় আমার ভাবনার সঙ্গে। তারপরেই এই দিকটি নিয়ে আরও সচেতন হয়ে কাজ শুরু করি। দেখা যায়, মানুষের ব্যক্তিত্বের সঙ্গেও এই অসুখ জড়িয়ে। এতদিন মনে করা হতো দীর্ঘদিনের অনিয়ন্ত্রিত সুগার, হাইপারটেনশন, উচ্চমাত্রায় লিপিড প্রোফাইল, স্ট্রোক ইত্যাদি থেকে মস্তিষ্কে অ্যামোলয়েড প্রোটিন জমে এই অসুখের ঝুঁকি বাড়ে। কিন্তু ব্যক্তিত্ব ও স্বভাব যে এত বড় ভূমিকা পালন করে, সেইদিকটাও জানা গেল। প্রশ্ন হল, কেন কোনও কোনও মানুষ আত্মকেন্দ্রিক ও আত্মমগ্ন হয়? একটি সুস্থ ব্যক্তিত্ব তৈরি করতে গেলে প্রথমেই প্রয়োজন ছ’টি ভিত্তি বা  হেক্সাকো। এইচ— হল অনেস্টি বা সততা। ই— ইমোশন বা আবেগ। এক্স অর্থে এক্সট্রাভার্শন অর্থাৎ সততা ও আবেগের বহিঃপ্রকাশ কতটা। এ বলতে এগ্রিয়েবল বা মানিয়ে নেওয়ার ক্ষমতা। সি বলতে কনসেনটিয়াসনেস বা উচ্চ নীতিবোধ এবং ও বোঝায় ওপেননেস বা নভেলটি। এর মধ্যে যাঁদের চরিত্রে ‘সি’ বা কনসেনটিয়াসনেস বেশি এবং অন্য ফ্যাক্টরগুলি সুষমভাবে বিন্যস্ত, তাঁরা সুব্যক্তিত্বের অধিকারী। আবার যাঁদের মধ্যে এই ফ্যাক্টরগুলি যত কম, সুদূর ভবিষ্যতে তাঁদের জীবনে ডিমেনশিয়ার ঝুঁকি ততই বেশি। জিন, ব্যক্তিত্ব ও স্বভাব—এই ত্রয়ীর দোষ-গুণের উপরেই দাঁড়িয়ে এই রহস্যময় অসুখের মানদণ্ড। 
লিখেছেন মনীষা মুখোপাধ্যায়
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা