সন্তানের তীক্ষ্ণ বাক্য ও উদ্ধত আচরণে মনঃকষ্টের যোগ। কর্ম নিয়ে জটিলতার অবসান। অর্থকড়ি দিক অনুকূল।
ধর্মগ্রন্থ পাঠ ও ধর্মাচরণে মনে প্রফুল্লতা বৃদ্ধি। স্ত্রীর কর্ম সাফল্যে গর্ব। অর্থ ও কর্ম ভাগ্য আজ বিশেষ শুভ।
সৃজনশীল কর্মে উন্নতি ও নতুন সুযোগ প্রাপ্তির সম্ভাবনা। মনে অস্থিরতা থাকবে। ঝুঁকিপূর্ণ কাজে বিরত হন।
পারিবারিক সৎকর্মে সক্রিয় অংশগ্রহণ ও সৎকর্মে অর্থ দান। কর্ম ক্ষেত্রে জটিলতা কম বেশি থাকবে। চঞ্চলতা দমন করুন।
বিজ্ঞান গবেষণায় উল্লেখযোগ্য সাফল্যের সম্ভাবনা। কর্মে উন্নতি। মানসিক উত্তেজনা দমনে সচেষ্ট হন।
অপ্রিয় সত্য বাক্যে ঘরে বাইরে শত্রু বৃদ্ধি পাবে। প্রিয়জনের স্বাস্থ্যের অবনতিতে মানসিক উদ্বেগ। আর্থিক দিক শুভ।
একাধিক ক্ষেত্র থেকে আয় বৃদ্ধির যোগ আছে। বিদেশি প্রতিষ্ঠানে কর্ম লাভের সুযোগ আসতে পারে। বিদ্যায় অগ্রগতি হবে।
বাক্য ও ব্যবহারে মার্জিত না হলে কর্মক্ষেত্রে বা বন্ধুদের সঙ্গে বিবাদ হতে পারে। দূরবর্তী স্থানে চাকরির খবর পেতে পারেন।
কর্মে অপ্রত্যাশিত শুভ ফল পেতে পারেন। সন্তানের সান্নিধ্যে ও তার আন্তরিক ব্যবহারে মানসিক বল বৃদ্ধি পাবে।
একাধিক ক্ষেত্র থেকে ধনযোগ ও সঞ্চয়যোগ বিদ্যমান। নিকটজনের অনৈতিক কাজে মানসিক উদ্বেগ বৃদ্ধি। কর্মে উন্নতি।
যে কোনও ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্যের সম্ভাবনা। ব্যবসা ক্ষেত্রে নতুন বরাত প্রাপ্তির যোগ। মনে অস্থিরতা থাকবে।
যে কোনও কাজকর্মে কম বেশি অগ্রগতি আশা করা যায়। উপস্থিত বুদ্ধি সুপ্রয়োগে পেশাগত ক্ষেত্রে বড় সাফল্যের সম্ভাবনা। আয় বাড়বে।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৫.০৬ টাকা | ৮৬.৮০ টাকা |
পাউন্ড | ১০৩.৮৯ টাকা | ১০৭.৫৮ টাকা |
ইউরো | ৮৬.৮৫ টাকা | ৯০.১৯ টাকা |