মেয়াদি সঞ্চয় বা পৈতৃক সম্পত্তি সূত্রে ধনাগম যোগ দেখা যায়। কাজকর্মের ক্ষেত্রে ও আর্থিক দিক অগ্রগতির উজ্জ্বল ইঙ্গিত বিদ্যমান।
সব ব্যবসায় উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা। কোনও মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। রোজগার ভালো হবে।
উচ্চমহলের সঙ্গে যোগাযোগ রক্ষায় দিনটি শুভ। মন দেওয়া-নেওয়ার সমস্যায় আত্মিক সঙ্কট। যানবাহনাদি ক্রয়ে অর্থব্যয়।
বন্ধু বা নিকটজনের সঙ্গে মতান্তর ও কলহ বিবাদের আশঙ্কা। সংঙ্কারাদি কর্মে ও ব্যবসায় অনুকূল ফল লাভের সম্ভাবনা।
কাজকর্ম ও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হোন। বুদ্ধি বলে শত্রুর ফাঁদ কেটে বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিকটি ক্রমশ মজবুত হবে।
ব্যবসাদি কর্ম ভালো হবে। প্রেম-প্রণয়ের ক্ষেত্রে মনোগত সুপ্ত বাসনা পূর্ণ হতে পারে। আইনজীবীদের কর্মোন্নতি।
আয় যোগটি আজকে অনুকূল। বুদ্ধি ও কৌশলে পারিপার্শ্বিক বাধা কাটিয়ে প্রতিপত্তি ও ক্ষমতা বৃদ্ধি। মন চঞ্চল হবে।
ব্যবসাপাতি ভালো হবে। অর্থাগম বাড়বে। সৃজনশীল কাজে অগ্রগতি। সপরিবারে সুখাদ্য গ্রহণে আনন্দ।
বিদ্যায় উন্নতি হবে। আজকের দিনে ভ্রমণ পরিকল্পনা বাতিল করা শ্রেয়। ব্যবসা ও পেশায় উন্নতি ও অর্থাগম বৃদ্ধি।
একাধিক সূত্রে অর্থাগম ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কারওর অনৈতিক কাজকর্মে মানসিক ক্লেশ ভোগ করতে হতে পারে।
সৎসঙ্গ ও দেবারাধনায় মন আকৃষ্ট হতে পারে। কাজ কারবার কমবেশি শুভ। আয়ের দিকটি ভালো থাকবে। চিত্তে চাঞ্চল্য।
নতুন যোগাযোগ স্থাপন ও ব্যবসায়িক কর্মে দিনটি শুভ। আর্থিক অগ্রগতি আশা করা যায়। ঝুঁকিপূর্ণ কাজে বিরত হন।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.০৯ টাকা | ৮৪.৮৩ টাকা |
পাউন্ড | ১০৯.৪৭ টাকা | ১১৩.০৪ টাকা |
ইউরো | ৯১.০৬ টাকা | ৯৪.২৫ টাকা |