খেলা

চীনকে উড়িয়ে চ্যাম্পিয়ন ভারতীয় মহিলা হকি দল

পাটনা: তৃতীয় এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেল ভারতীয় মহিলা হকি দল। বুধবার বিহারের রাজগির হকি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালে চীনকে ১-০ গোলে হারিয়ে শেষ হাসি হাসে হরেন্দ্র সিংয়ের মেয়েরা। ম্যাচের তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে ভারতকে কাঙ্ক্ষিত লিড এনে দেন দীপিকা। এরপর বাকি সময়টা সেই ব্যবধান ধরে রেখে চ্যাম্পিয়ন সঙ্গীতা-লালরেমসাইমিরা। উল্লেখ্য, এর আগে ২০১৬ ও ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের স্বাদ পেয়েছিল ভারতীয় মহিলা দল। দলের এই সাফল্যে উচ্ছ্বসিত কোচ হরেন্দ্র সিং।
মঙ্গলবার শেষ চারের লড়াইয়ে শক্তিশালী জাপানকে ২-০ গোলে হারিয়ে খেতাবি লড়াইয়ের টিকিট নিশ্চিত করেছিল ভারত। পক্ষান্তরে, চীন বশ মানায় মালয়েশিয়াকে। গ্রুপ পর্বের দুই ফাইনালিস্টের লড়াইয়ে ৩-০ ব্যবধানে জিতেছিল ভারত। তাই বুধবার ফাইনালেও ফেভারিট হিসেবেই মাঠে নামেন দীপিকারা। তবে প্রথম খেতাব জয়ের লক্ষ্যে ভারতকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় চীন। প্রথম দু’টি কোয়ার্টারে লড়াই চলে সমানে-সমানে। দু’দলই গোল করার কাছাকাছি জায়গায় পৌঁছে গিয়েছিল। এই পর্বে পেনাল্টি কর্নার কাজে লাগাতে ব্যর্থ ভারত। তবে তৃতীয় কোয়ার্টারে দলকে এগিয়ে দেন দীপিকা। পেনাল্টি কর্নার থেকে প্রথম প্রচেষ্টায় ঠিকঠাক ট্র্যাপ করতে পারেননি সুশীলা। তবে নভনীত দ্রুত তা বক্সের মধ্যে সাজিয়ে দিতেই গোল করতে ভুল হয়নি দীপিকার (১-০)। ম্যাচে পিছিয়ে পড়ে গোলের জন্য চীন মরিয়া প্রয়াস চালালেও তা ভারতীয় রক্ষণে ফাটল ধরানোর জন্য যথেষ্ট ছিল না।
7h 7m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা