খেলা

ফের ড্র ব্রাজিলের

সালভাদোর: উরুগুয়ের বিরুদ্ধে ১-১ গোলে ড্র। রেফারির শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই গ্যালারির ক্ষোভ আছড়ে পড়ল রাফিনহাদের উপর। মাথা হেঁট করে মাঠ ছাড়লেন ভিনিসিয়াস জুনিয়ররা। পরপর দু’টি ম্যাচ জিততে না পারার গ্লানি তাঁদের চোখেমুখে। এদিন উরুগুয়ের পক্ষে স্কোরশিটে নাম তুললেন ফেডেরিকো ভালভার্দে। ব্রাজিলের গোলদাতা গেরসন। প্রথম পর্বে উরুগুয়ের কাছে হেরেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এদিন তার মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ ছিল ভিনিসিয়াসদের সামনে। কিন্তু ব্রাজিলের ফুটবল থেকে উধাও সাম্বার ছন্দ। এর ফলে পয়েন্ট খুইয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে পঞ্চম স্থানে নেমে গেল ডোরিভাল জুনিয়র ব্রিগেড। সমসংখ্যক ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মার্সেলো বিয়েলসার দল।
উরুগুয়ের বিরুদ্ধে ৬১ শতাংশ বল পজেশন রেখেছিল ব্রাজিল। তবে গোল লক্ষ্য করে শট নিয়েছে মাত্র তিনটি। পক্ষান্তরে নুনেজরা নিয়েছেন দু’টি শট। তারমধ্যে একটি গোল। ম্যাচের তৃতীয় মিনিটেই সুযোগ হাতছাড়া করেন ব্রাজিলের ভিনিসিয়াস। এরপর এই দায়িত্ব কাঁধে তুলে নিলেন রাফিনহা।  প্রথমার্ধের সংযোজিত সময়ে ইগরের হেড রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক। 
বিরতির পর ব্রাজিলের লকগেট খোলেন ভালভার্দে। বাঁ প্রান্ত থেকে ম্যাক্সিমিলিয়ানো আরাহুর পাস বক্সের ঠিক উপর ধরেন তিনি। এরপর ডান পায়ের বাঁক খাওয়ানো শটে বল জালে জড়ান রিয়াল মাদ্রিদের মিডিও। সাত মিনিট পরেই সমতায় ফেরে সেলেকাওরা। লুজ বল পেয়ে বাঁ পায়ের দুরন্ত ভলিতে লক্ষ্যভেদে সফল গেরসন। শেষ পর্বে রাফিনহা ও লুইস হেনরিক সহজ সুযোগ নষ্ট করেন। দলের এই পারফরম্যান্সে স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে কোচ ডোরিভালের উপর। নতুন বছরে দলকে জয় ফেরানোই তাঁর চ্যালেঞ্জ।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক কাজকর্ম ভালো হবে। ব্যবসার প্রসারযোগও বিদ্যমান। উচ্চশিক্ষায় সন্তানের বিদেশ গমনের সুযোগ আসতে পারে। গৃহশান্তি...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
20th     November,   2024
দিন পঞ্জিকা