খেলা

‘বুমবুম’কে নিয়ে চিন্তায় অজি শিবির

পারথ: ভারতের গত দুই সফরেই ডনের দেশে এসেছেন যশপ্রীত বুমরাহ। শুধু আসাই নয়, এদেশে তাঁর পারফরম্যান্স রীতিমতো ঈর্ষণীয়। ২১.২৫ গড়ে তাঁর পকেটে ৩২ উইকেট। অস্ট্রেলিয়ার মাটিতে এর চেয়ে কম গড়ে বেশি উইকেট মাত্র দু’জন ভিনদেশি পেসারের রয়েছে। তাঁরা হলেন রিচার্ড হ্যাডলি ও কার্টলি অ্যামব্রোজ। বর্ডার-গাভাসকর ট্রফির পাঁচ টেস্টে ‘বুমবুম’কে কীভাবে সামলানো হবে তা নিয়ে অজি শিবিরে চলছে জোরালো চর্চা। 
অজি মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রাভিস হেডের কথায় তা স্পষ্ট, ‘ওকে খেলা প্রায় অসম্ভব। মনে হতেই পারে যে আমি ওর চেয়ে এক কদম এগিয়ে রয়েছি। কিন্তু পরে দেখা যায় বুমরাহই সেখানে দাঁড়িয়ে। যে কোনও ফরম্যাটেই ও বিধ্বংসী। ওই ভারতের এক্স ফ্যাক্টর। কঠিন পরিস্থিতিতে বুমরাহর হাতেই তুলে দেওয়া হয় বল। আর বেশিরভাগ সময়ই এই আস্থার মর্যাদা রাখে ও। আর বুমরাহ আমার মতে বিগেস্ট প্লেয়ার। এই গ্রীষ্মে ও ঝামেলায় ফেলবেই আমাদের।’ একই সুরে গলা মিলিয়েছেন ওপেনার উসমান খাওয়াজা। তিনি বলেছেন, ‘প্রথমবার খেলার সময় ভাবছিলাম, ওর বলটা ধারণার চেয়ে এত দ্রুত আসছে কীভাবে? আসলে অন্যরকম অ্যাকশনের জন্য বলটা চোখের আড়ালেই থাকে দৌড়নোর সময়। ওর হাতগুলোও এমন থাকে যে ঠাহরই হয় না বল।’
বুমরাহর বিরুদ্ধে বিভিন্ন ফরম্যাট মিলিয়ে স্টিভ স্মিথের গড় বেশ ভাল (৫৬.৬৭)। কিন্তু তারপরও তিনি বলেছেন, ‘ওর বোলিং অ্যাকশন অন্য ধরনের। এর সঙ্গে ধাতস্থ হতে সময় লেগেছে। তবে অনেকবার বুমরাহর বিরুদ্ধে ব্যাট করেও ক্রিজে গিয়ে স্বচ্ছন্দ হই না। ওর বেশ কয়েকটা বল খেলার পর আত্মবিশ্বাস ফেরে যে, এবার সামলাতে অসুবিধা হবে না।’ 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা