রাজ্য

ভোট কিনতে ১৫ কোটি বিজেপির! মহারাষ্ট্রে হাতেনাতে পাকড়াও শীর্ষ নেতা বিনোদ তাওড়ে

মুম্বই: আজ, বুধবার মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। ঠিক তার আগের দিন মারাঠাভূমে ভোট কিনতে ১৫ কোটি টাকা বিলির অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এমনকী মুম্বইয়ের বিরারে টাকা বিলি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন স্বয়ং নরেন্দ্র মোদির দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে! আর সেই ঘটনাকে ঘিরেই মঙ্গলবার শুধু মহারাষ্ট্র নয়, তোলপাড় গোটা দেশের রাজনীতি। 
উদ্ধব থ্যাকারের শিবসেনা থেকে একনাথ সিন্ধেকে ভাঙিয়ে আনা, আরব সাগর তীরে বিজেপি জোটের ক্ষমতা দখলের অন্যতম নেপথ্য নায়ক বিনোদ তাওড়ে। জে পি নাড্ডার পর তাঁকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি করা হতে পারে বলে ইতিমধ্যে চর্চা তুঙ্গে। সেই তাওড়ে এদিন সকাল দশটা নাগাদ বিরারের একটি তিন তারা হোটেলে আসেন। অভিযোগ, সেখানকার একটি ঘরে বসেই কোটি কোটি টাকা বিলির পরিকল্পনা চলছিল। এমনকী প্রমাণ লুকোতে হোটেলের সিসি ক্যামেরা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়। বিষয়টি কোনওভাবে জানাজানি হতেই পুরো হোটেল ঘিরে ফেলেন বিরোধী দল বহুজন বিকাশ আঘাড়ি (বিভিএ)-র কর্মীরা। শুরু হয় বিক্ষোভ। সেই সময় তাওড়ের সঙ্গে উপস্থিত ছিলেন নালাসোপারা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজন নায়েকও। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, একটি টেবিলের সামনে তাওড়ে বসে। আর তাঁকে ঘিরে প্রচুর লোক। কয়েকজন ব্যাগ থেকে পাওয়া টাকা হাতে তুলে দেখাচ্ছেন। ঘটনাস্থলে আসেন বিভিএর প্রধান হিতেন্দ্র ঠাকুর ও তাঁর ছেলে তথা নালাসোপারার বিধায়ক ক্ষিতীজ ঠাকুর। তাওড়ের কাছ থেকে একটি খয়েরি রঙের ডায়েরি ছিনিয়ে নিতে দেখা যায় ক্ষিতীজকে। বিক্ষোভকারীরা জানান, বিজেপি শীর্ষ নেতার ব্যাগ থেকে পাঁচ কোটি টাকা পাওয়া গিয়েছে। সঙ্গে একটি ডায়েরি। সেখানে কাকে কত টাকা দিতে হবে, তার বিস্তারিত তথ্য রয়েছে। আর তাতেই স্পষ্ট যে, ভোট কিনতে মোট ১৫ কোটি বিলি করার পরিকল্পনা ছিল।
যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মোদি দলের কটাক্ষ, এটা বিরোধীদের ‘পাবলিসিটি স্টান্ট’! কিন্তু প্রশ্ন উঠেছে, সোমবার নির্বাচনী প্রচারের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এদিন ভিরারের হোটেলে হঠাত্ কী করতে গিয়েছিলেন তাওড়ে? তাঁর অবশ্য সাফ জবাব, ‘ওখানে ভোটের আগে বুথ কর্মীদের নিয়ে বৈঠক করছিলাম।’
গোটা ঘটনায় হইচই শুরু হতেই আসরে নামে নির্বাচন কমিশন। তাওড়ের নামে এফআইআর দায়ের করা হয়েছে। তবে কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, ‘হোটেলে তাওড়ের ঘর থেকে ৯ লক্ষ ৯৩ হাজার টাকা বাজেয়াপ্ত  করা হয়েছে।’ শুধু তা-ই নয়, ভোটের আগের দিন নাসিকের একটি হোটেল থেকেও প্রায় দু’কোটি নগদ টাকা বাজেয়াপ্ত করেছে কমিশন। বিষয়টি নিয়ে আক্রমণ শানাতে দেরি করেনি মহারষ্ট্রে বিরোধী জোট মহা বিকাশ আঘাড়ি (এমভিএ)। উদ্ধব থ্যাকারে বলেন, ‘আমার ব্যাগে তল্লাশি চালিয়েছিল নির্বাচন কমিশন। তখন তারা কিছুই পায়নি। আর এখন বিনোদ তাওড়ের ব্যাগ থেকে টাকা পাওয়া যাচ্ছে।’ এই ঘটনায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেই নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক্স হ্যান্ডলে তাঁর কটাক্ষ, ‘মোদিজি, এই পাঁচ কোটি টাকা কার সিন্দুক থেকে বের হল? জনতার থেকে টাকা লুট করে আপনার কাছে কে পাঠাল?’ মহারাষ্ট্র প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলের অভিযোগ, নির্বাচনে হারের ভয়ে টাকা দিয়ে ভোট কিনতে চাইছে বিজেপি। তৃণমূল সাংসদ কাকলি ঘোষদস্তিদারের আবার দাবি, ‘ভোট হাওয়া খারাপ বুঝেই নানা অসাধু কাজকর্মে নেমে পড়েছে বিজেপি। কোথাও টাকা ছড়াচ্ছে, কোথাও মদ বিলি করছে, আবার কোথাও মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট কেনার চেষ্টা করছে।’
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা