রাজ্য

এবারের ফর্মুলায় আগামী বছর কমতে পারে রাজ্যে পুজোর ছুটি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীরা অধীর অপেক্ষায় থাকলেও আগামী বছরে (২০২৫) সরকারি অফিসে ছুটির দিনের তালিকার বিজ্ঞপ্তি এখনও বের করেনি অর্থদপ্তর। কিন্তু আগামী বছরে বিভিন্ন উৎসব অনুষ্ঠানের দিনগুলি যেভাবে পড়েছে তাতে এবারের ফর্মুলা অনুসরণ করলে সরকারি অফিসে পুজোর ছুটি কমে যাবে। এবছরে সরকারি অফিসে শনি ও রবিবার মিলিয়ে পুজোর সময় টানা ১৬ দিন ছুটি ছিল। একইভাবে ছুটি দেওয়া হলে আগামী বছর পুজোর সময় টানা ১৩ দিন ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। তবে আগামী বছর কালীপুজো-ভাইফোঁটার সময় বেশিদিন ছুটি পাওয়ার সুযোগ থাকছে সরকারি কর্মীদের। এবার কালীপুজোর সময় শনি-রবিবার মিলিয়ে টানা পাঁচদিন ছুটি পেয়েছেন সরকারি কর্মীরা। আগামী বছর মাঝখানে তিনটি ছুটি দিলেই কালীপুজো-দেওয়ালির সময় টানা ৯ দিনও ছুটি পেতে পারেন সরকারি কর্মীরা। 
এবছরে ৭ অক্টোবর সোমবার চতুর্থীর দিন  সরকারি অফিসে পুজোর ছুটি শুরু হয়েছিল। কিন্তু তার আগে ৪ অক্টোবরের পর সরকারি অফিস ছুটি পড়ে গিয়েছিল। কারণ ৫-৬ অক্টোবর শনি-রবিবার ছিল। এবার ১৬ অক্টোবর বুধবার লক্ষ্মীপুজো ছিল। তারপরে দু’দিন বিশেষ ছুটি দেওয়া হয়েছিল। এরপর শনি ও রবিবার সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিন পর ২১ অক্টোবর সরকার অফিস খুলেছিল। ২০২৫ সালে ২৬ সেপ্টেম্বর শুক্রবার চতুর্থী পড়েছে।  লক্ষ্মীপুজো পড়েছে ৬ অক্টোবর, সোমবার। লক্ষ্মীপুজোর পরে এবারও দু’দিন ছুটি দেওয়া হলে সরকারি কর্মীরা পুজোর সময় শনি-রবিবারের দিনগুলি মিলিয়ে ১৩ দিন ছুটি পাবেন। এবছর মহালয়া ২ অক্টোবর পড়ার জন্য সরকারি কর্মীরা আলাদা ছুটি পাননি। আগামী বছরেও মহালয়া (২৮ সেপ্টেম্বর) রবিবার পড়েছে। আগামী বছর কালীপুজো পড়েছে ২০ অক্টোবর। কালীপুজোর পর দু’টো দিন অতিরিক্ত ছুটি দিলে ২৩ অক্টোবর বৃহস্পতিবার ভাইফোঁটা। ভাইফোঁটার পরের দিন অতিরিক্ত ছুটি দিলে সরকারি কর্মীরা শনি-রবি মিলিয়ে টানা ৯ দিন ছুটি পাবেন। প্রবীণ সরকারি কর্মীরা জানিয়েছেন, কালীপুজোর পরে দু’দিন ছুটি আগেও দেওয়া হয়েছে। এবছর ভাইফোঁটা রবিবার পড়ার জন্য পরের দিন ছুটি দেওয়া হয়েছে। এই পদ্ধতিতে ছুটি দিলে আগামী বছর কালীপুজোর পর ২৭ অক্টোবর সোমবার অফিস খুলবে। এরপর ২৮ অক্টোবর আবার ছটপুজো পড়েছে। ছট উপলক্ষ্যে রাজ্য সরকার এখন দু’দিন ছুটি দিয়ে থাকে।  আগামী বছর সরস্বতী পুজো (২ ফেব্রুয়ারি) রবিবার পড়েছে। আবার সরস্বতী পুজো উপলক্ষ্যে আরও একদিন ছুটি দিয়ে থাকে রাজ্য। ২৬ জানুয়ারি সাধারণতন্ত্র  দিবস ও ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন  রবিবার পড়েছে। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা