রাজ্য

জমা পড়ছে না চা বাগানের পিএফ, সটান কমিশনারের দপ্তরে সাংসদ মনোজ টিগ্গা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: উত্তরের তিন জেলায় পিএফ বকেয়া প্রায় ৪১ কোটি টাকা! এর মধ্যে চা বাগান শ্রমিকদের বকেয়া পিএফের পরিমাণ ২০ কোটিরও বেশি। অভিযোগ, বাগান মালিকদের একাংশ নিয়মিত শ্রমিক-কর্মচারীদের বেতন থেকে পিএফের টাকা কেটে নিলেও, তা জমা করছেন না। অন্যদিকে, বাগানের তরফে পিএফ বাবদ যে টাকা প্রতি মাসে জমা দেওয়ার কথা, সেটাও দিচ্ছে না তারা। দীর্ঘদিন ধরে এমনটা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অভিযুক্ত বাগান মালিকদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিয়েছে, তা জানতেই মঙ্গলবার সটান জলপাইগুড়িতে আঞ্চলিক পিএফ কমিশনারের অফিসে চলে আসেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গা। বাগান শ্রমিকদের বকেয়া পিএফ দ্রুত মেটানোর দাবিতে আইএনটিটিইউসি ইতিমধ্যেই জলপাইগুড়িতে আঞ্চলিক পিএফ কমিশনারের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে। রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, ১০ হাজার বাগান শ্রমিক সেই কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তাঁর কথায়, পিএফ থেকে শ্রমিকদের বঞ্চিত করে রাখার অভিযোগে ইতিমধ্যেই বেশ কিছু বাগান মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।  বাগান ছাড়াও অন্য যে সমস্ত সংস্থার বিরুদ্ধে পিএফ খেলাপের অভিযোগ উঠেছে, আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধেও। পিএফ আদায়ে তৃণমূলের এই তৎপরতার মধ্যে মনোজ টিগ্গার কমিশনারের অফিসে আচমকা অভিযান ঘিরে রাজনৈতিক মহলে আলোড়ন শুরু হয়েছে। 
কতগুলি বাগানের মোট কত চা শ্রমিকের পিএফ জমা পড়ছে না, তার তালিকা চান বিজেপি সাংসদ। সেই সঙ্গে শ্রমিকদের পিএফ জমা না দেওয়ায় কতজন বাগান মালিকের বিরুদ্ধে এখনও পর্যন্ত এফআইআর করা হয়েছে, তাও জানতে চান মনোজ। শুধু তাই নয়, পিএফ অফিসের কর্মীদের একাংশের যোগসাজশে ‘দালালরাজ’ চলছে বলেও অভিযোগ তোলেন তিনি। গোটা বিষয়টি নিয়ে সংসদে শীতকালীন অধিবেশনে সরব হবেন বলে জানান মনোজ। তিনি বলেন, আঞ্চলিক পিএফ কমিশনার দ্রুত আমাকে সব তথ্য দেবেন বলে জানিয়েছেন। সংসদে অধিবেশন মিটলেই বিজেপির চা শ্রমিক সংগঠনের তরফে পিএফ অফিস ঘেরাও করা হবে।
জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ কমিশনার পবনকুমার বনসাল জানিয়েছেন, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা মিলিয়ে আমাদের এখানে প্রায় ৪১ কোটি টাকা পিএফ বকেয়া। এর মধ্যে চা বাগানের শ্রমিকদের বকেয়ার পরিমাণ ২০ কোটির বেশি হবে। দীর্ঘদিন ধরে পিএফ জমা না করায় ইতিমধ্যেই আমরা ২৫টি সংস্থার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছি। এছাড়া পিএফ জমা না দেওয়ায় গত পাঁচ বছরে উত্তরের এই তিন জেলায় ২৭টি সংস্থার মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে প্রায় ২০ জন বাগান মালিকের বিরুদ্ধেও এফআইআর হয়েছে। বকেয়া পিএফের টাকা উদ্ধারে চলতি মাস থেকে বিশেষ অভিযান শুরু হয়েছে। তিনমাস এই অভিযান চলবে।
জলপাইগুড়ির আঞ্চলিক পিএফ অফিসে সোয়া দু’লাখ গ্রাহক রয়েছেন। যাঁদের অ্যাকাউন্টে পিএফের টাকা জমা পড়ে। এর মধ্যে চা শ্রমিকের সংখ্যা প্রায় ৬০ শতাংশ। আঞ্চলিক পিএফ কমিশনার বলেন, পিএফের টাকা জমা না পড়লে, আইন অনুযায়ী অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করার পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থার মালিকের সম্পত্তি ক্রোক করা যেতে পারে। প্রয়োজনে এফআইআর দায়ের করা হতে পারে। সেক্ষেত্রে সংস্থার মালিক গ্রেপ্তার হবেন এবং তাঁর 
জেলও হবে। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা