বিদেশ

অর্থনৈতিক অপরাধীদের আশ্রয় না দিতে ব্রিটেনকে আর্জি মোদির

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অর্থনৈতিক অপরাধীদের ব্রিটেনে আশ্রয় দেবেন না। জি-২০ সম্মেলনের ফাঁকে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কিয়ার স্টারমারের কাছে এমনই  আর্জি জানালেন প্রধানমন্ত্রী মোদি। বিদেশমন্ত্রক জানিয়েছে, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের সঙ্গে বৈঠকে প্রধানত দুটি বিষয়ে আলোকপাত করা হয়েছে। প্রথমত, উভয় পক্ষই ভারত ও ব্রিটেনের মধ্যে সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি দ্রুত সম্পাদনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। শীঘ্রই এই মর্মে শিল্প-বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ব্রিটেন সফরে যাবে।  আর দ্বিতীয়ত, নীরব মোদি এবং বিজয় মালিয়ার মতো যারা ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে ব্রিটেনে নিশ্চিন্তে জীবন কাটাচ্ছেন, তাঁদের নিয়েও প্রশ্ন তুলেছেন মোদি। আর্থিকভাবে অপরাধীদের ব্রিটেন যেন আশ্রয় ও প্রশ্রয় না দেয়, সেই আর্জি জানান প্রধানমন্ত্রী। 
কংগ্রেস অবশ্য এই বৈঠককে সম্পূর্ণ লোকদেখানো আখ্যা দিয়েছে। কংগ্রেসের অভিযোগ, সিবিআই এই অপরাধীদের হাতের কাছে পেয়েও গ্রেপ্তার করতে পারেনি। অনেক সময় থাকা সত্ত্বেও সিবিআই অপেক্ষা করছিল, কবে এই অপরাধীরা দেশ থেকে পালাবে। এমনকী বিগত কয়েক বছর ধরে সিবিআই লন্ডন মেট্রোপলিটন আদালতকেও যথাযথ প্রমাণ ও নথি দেখাতে পারেনি। তাই আদালত থেকে বিজয় মালিয়াকে প্রত্যর্পণের কোনও নির্দেশ দেওয়া হয়নি। সঞ্জয় ভান্ডারি, ললিত মোদিদের ক্ষেত্রেও একই সমস্যা। ঩মেহুল চোকসি থেকে নীরব মোদি। সকলেই ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে পা঩লিয়েছেন। সিবিআই তাঁদের ফেরত আনতে ব্যর্থ। কংগ্রেসের অভিযোগ, সিবিআইয়ের ব্যর্থতা আড়াল করতেই প্রধানমন্ত্রী ওই বৈঠক করলেন। সরকার প্রবল চেষ্টা করছেন এমন প্রতীকি বার্তাই কি তিনি দিতে চাইছে? প্রশ্ন কংগ্রেসের।
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পড়ে গিয়ে দেহে আঘাত বা অস্থিভঙ্গের প্রবল যোগ থাকায় সতর্ক হন। কুচক্রীদের জব্দ করে কাজকর্মে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০০ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.১৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা