বিদেশ

গ্লোবাল সাউথের দেশগুলিতে সার, খাদ্য ও জ্বালানির সঙ্কট নিয়ে জি-২০ সামিটে বক্তব্য রাখলেন মোদি

রিও ডি জেনিরিও, ১৯ নভেম্বর: বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ ও সংঘাতের জেরে চরম সঙ্কটে পড়েছে গ্লোবাল সাউথের দেশগুলি। সেই দেশগুলিতে সার, খাদ্য ও জ্বালানির তীব্র সঙ্কট দেখা দিচ্ছে। ক্ষুধা ও দারিদ্রতার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে গ্লোবাল সাউথের দেশগুলি। তাই সেই দেশগুলির সমস্যার কথা বাদ দিয়ে কখনও কোনও আলোচনা সদর্থক হতে পারে না বলেই মনে করছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্রাজিলের রিও ডি জেনিরিওতে বসেছে চলতি বছরের জি-২০ সামিট। তাতে অংশগ্রহণ করেছে জি-২০ গোষ্ঠীতে থাকা দেশগুলি। সেই বৈঠকে যোগ দিতেই ব্রাজিলে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর সেই বৈঠকে বক্তব্য রাখার সময়েই গ্লোবাল সাউথের দেশগুলির কথা তুলে ধরেছেন মোদি। একই সঙ্গে  ক্ষুধা এবং দারিদ্র দূরীকরণে ব্রাজিল আন্তর্জাতিক মঞ্চ স্থাপনে উদ্যোগী হয়েছে। ব্রাজিলের এই উদ্যোগকেও সাধুবাদ জানিয়েছেন মোদি। রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুযায়ী আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বাদে বাকি ওশিয়ানিয়া এবং এশিয়ার বেশ কিছু দেশ গ্লোবাল সাউথের মধ্যে পড়ে। সেই দেশগুলি নিয়েই কথা বলেছেন মোদি। একই সঙ্গে গোটা বিশ্বে খাদ্য, জ্বালানি ও সারের সঙ্কটের পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য জি-২০ গোষ্ঠীর সদস্য রাষ্ট্রগুলির সরকারি স্তরে সংস্কারের বার্তাও দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। ভারত ক্ষুধা ও দারিদ্র দূরিকরণে কী কী ভূমিকা নিয়েছে সেই কথাও জি-২০ সামিটে বলেন মোদি। তিনি বলেন, ‘গত এক দশকে ভারতের ২৫ কোটি মানুষকে দারিদ্রসীমা থেকে উপরে তুলে আনা হয়েছে। ৮০ কোটি ভারতবাসীকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশ যেমন মালাউই, জাম্বিয়া ও জিম্বাবোয়ের মতো দেশগুলিতে খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ পাঠাচ্ছে ভারত। ৫৫ কোটির বেশি মানুষ বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্যবীমার(আয়ুষ্মান ভারত) মাধ্যমে পরিষেবা পাচ্ছে।’ একই সঙ্গে মহিলাদের ক্ষমতায়নে কী কী কাজ করেছে ও যুবদের পাশে কীভাবে দাঁড়িয়েছে বর্তমান সরকার সেই বিষয়ে বেশ কিছু বক্তব্য রাখেন মোদি। ব্রাজিলে জি-২০ সামিটে গিয়ে একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করেন মোদি। তার মধ্যে রয়েছেন, আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্রোঁ, মিশরের প্রেসিডেন্ট, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, স্পেনের প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজের মতো রাষ্ট্রনেতারা। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট পার্বোয়ো সুবিয়ান্তোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা