কলকাতা

এম জি রোডে শ্বাসরোধ করে খুন ফুটপাতবাসীকে, গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাতের শহরে হোটেলের সামনে শ্বাসরোধ করে খুন করা হল এক ফুটপাতবাসীকে। রবিবার রাত ১০টা নাগাদ জোড়াসাঁকো থানা এলাকার মহাত্মা গান্ধী রোডে ঘটনাটি ঘটেছে। লালবাজার জানিয়েছে, মৃতের নাম পরিচয় জানা যায়নি। ওই চত্বরেই তিনি ভিক্ষা করতেন বলে প্রাথমিক তদন্তে জেনেছে পুলিস। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ সরফরাজ (৩০)। 
১৩৪/১ মহাত্মা গান্ধী রোডে একটি হোটেলের সামনে ঘটনাটি ঘটে। রবিবার রাতে হোটেলের এক কর্মী ওই ফুটপাতবাসীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি মালিককে খবর দেন। খবর যায় জোড়াসাঁকো থানায়। কিছুক্ষণ বাদে পুলিস এসে পরিচয়হীন ওই মাঝবয়সি ব্যক্তিকে উদ্ধার করে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিস জানতে পেরেছে, ওই ব্যক্তির স্বাভাবিক মৃত্যু হয়নি। তাঁর নাক ও মুখ থেকে রক্ত বের হচ্ছিল। এরপর হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। সেই ফুটেজে দেখা যায় এক যুবককে। সে ফুটপাতবাসীর গলায় গামছার ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে। প্রাথমিকভাবে পুলিসের অনুমান, তার জেরেই ওই ফুটপাতবাসীর মৃত্যু হয়। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 
সূত্রের খবর, হোটেলের তরফে যে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তার ভিত্তিতে খুনের মামলা রুজু করে পুলিস। সিসি ক্যামেরার ফুটেজ দেখে অভিযুক্তকে চিহ্নিত করে পুলিস। রাতেই অভিযুক্ত অর্জুন সিংকে গ্রেপ্তার করা হয়। 
কিন্তু, কেন খুন করা হল ওই ফুটপাতবাসীকে? লালবাজার জানিয়েছে, দু’জনেই ফুটপাতবাসী। অভিযুক্ত শুকনো নেশায় আসক্ত। সেই নেশার জন্যই অপর ফুটপাতবাসীর কাছে টাকা চায় সে। কিন্তু, টাকা দিতে অস্বীকার করে মাঝবয়সি ওই ব্যক্তি। সেই আক্রোশেই রাতে ঘুমের মধ্যে তাঁর গলায় গামছার ফাঁস লাগিয়ে খুন করে অভিযুক্ত।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা