কলকাতা

কসবার অ্যাক্রোপলিস মলে ফের আগুন, নিয়ন্ত্রণও দ্রুত

নিজস্ব প্রতিনিধি, কলকাতা ও বিধাননগর: ফের কসবার অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে মল খোলার সময়ই আগুন দেখা যায়। তা দেখে বাইরে দাঁড় করিয়ে রাখা হয় কর্মীদের। জানা গিয়েছে, মলের ফুড কোর্টে আগুন লাগে। তবে, তা ছড়িয়ে পড়তে পারেনি। মলের নিজস্ব অগ্নি নির্বাপক ব্যবস্থার মাধ্যমেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। পাঁচ মাস আগেও একবার এই মলের ফুড কোর্টে আগুন লেগেছিল।  
এদিন সকালে মল খোলার সময় ধোঁয়া বেরতে দেখা যায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, থার্ড ফ্লোরের ফুড কোর্ট একটি মোমোর দোকানের রান্নাঘরে আগুন লেগেছিল। মলের নিজস্ব অগ্নিনির্বাপক পদ্ধতিতেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এদিন সকালে মলে গেলেও প্রথমে ভিতরে প্রবেশ করতে পারেননি সাধারণ মানুষ। ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে এলে কর্মীদের মলের ভিতর ঢোকানো হয়। তারপর কসবা থানা এবং দমকল পরিদর্শন করার পর মল সাধারণের জন্য খুলে দেওয়া হয়। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে। রান্নাঘরের ভিতর দাহ্য পদার্থ থাকায় আগুন ছড়িয়ে পড়ে। তবে খুব দ্রুত নেভানো হয়। 
যদিও এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন মলের কর্মী থেকে শুরু করে  ভিজিটাররা। কারণ, কয়েক মাস আগেই এই মলের একই ফুড কোর্টে আগুন লেগেছিল। অ্যাক্রোপলিস মল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল ১০টা ২৯ মিনিটে নাগাদ আগুন লেগেছিল। তা নিভিয়ে ফেলা হয় ১০টা ৩৮ মিনিটে। কীভাবে আগুন লাগল, তা জানতে মল কর্তৃপক্ষ তদন্ত করছে। মোমো সংস্থার কর্তারাও আলাদা করে তদন্ত করছেন। মোমোর কাউন্টারটিতে ঠিক কী হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। আগুন নেভার পর মল সম্পূর্ণরূপে চালু করা হয়েছে। 
এদিকে, নিউটাউন অ্যাকশন এরিয়া-২ এলাকাতেও আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার গভীর রাতে প্রথমে একটি অস্থায়ী দোকানে আগুন লাগে। তারপর আরও তিন-চারটি অস্থায়ী দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দমকলের দু’টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তারপর এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, দোকানগুলি পুড়ে গিয়েছে। শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান। তবে, কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা