কলকাতা

টাকার অভাবে বসানো যাচ্ছে না আলো সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবছে গ্রাম

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সোনারপুর থেকে ডায়মন্ডহারবার, ক্যানিং থেকে ভাঙড়। জেলার বিভিন্ন প্রান্তে সন্ধ্যা নামলেই গ্রামীণ রাস্তা অন্ধকারে ডুবে যায়। বাতিস্তম্ভ থাকলেও তাতে নেই কোনও বাতি। আর যেখানে বাতি রয়েছে, সেগুলি খারাপ হয়ে পড়ে। দক্ষিণ ২৪ পরগনা জেলায় বিভিন্ন ব্লকে এমনই ছবি ধরা পড়েছে। ফলে সন্ধ্যার পর রাস্তায় বেরতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়ছেন গ্রামবাসীরা।
এই নিয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধানদের বক্তব্য, রাস্তার আলোর বিদ্যুতের বিল মেটানোর জন্য তাঁদের আলাদা করে তহবিল নেই। নিজস্ব আয়ও অনেকটা কমেছে। ফলে এই খরচ চালানো যাচ্ছে না। তাই আলো লাগানো সম্ভব হচ্ছে না। পঞ্চায়েত প্রশাসনের এমন উদাসীনতায় ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে।
সোনারপুরের প্রতাপনগর পঞ্চায়েতের নভাসান গ্রামে এক দেড় কিলোমিটার জুড়ে বিদ্যুতের খুঁটি থাকলেও তাতে কোনও আলো নেই। সন্ধ্যার পর মোবাইল অথবা টর্চের আলোই ভরসা।
অন্যদিকে, ডায়মন্ডহারবার ১ ব্লকের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েতের পঞ্চগ্রাম হাসপাতাল সংলগ্ন রাস্তাও একইভাবে অন্ধকারে ডুবে থাকছে। এলাকার বাসিন্দারা বলেন, আগে হাসপাতালের বাইরে এমনভাবে আলো লাগানো ছিল তাতে ভিতরে এবং রাস্তার অনেকটা আলোকিত হতো। কিন্তু বহুদিন হয়ে গিয়েছে সেই আলো খারাপ। তা সারাই করার কোনও উদ্যোগ নেই। ক্যানিং ২ নম্বর ব্লকের মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন তেমাথা মোড় সন্ধ্যার পর পুরো অন্ধকার হয়ে যায়। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এখান দিয়ে প্রচুর গাড়ি-ঘোড়া যাতায়াত করে। আলো না থাকার ফলে দুর্ঘটনা ঘটার প্রবল সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, ভাঙড় দু’নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের গাবতলা মার্কেট থেকে সোনপুর মার্কেট পর্যন্ত দীর্ঘ চার কিলোমিটার রাস্তায় কোনও পথবাতি নেই। রাতের বেলা শিয়াল, কুকুর রাস্তা পারাপার করার সময় বাইক চালকদের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাও ঘটেছে। অবিলম্বে আলো বসানোর দাবি তুলেছে সাধারণ মানুষ। এরকম পরিস্থিতি আরও বহু গ্রামে রয়েছে বলে জানা গিয়েছে।
এমন অবস্থায় সন্ধ্যার পর বাড়ির ছেলেমেয়েদের বেরতে দিতে চান না বাবা-মায়েরা। বর্ষাকালে সাপের উপদ্রপ থাকে। তখন জীবনের ঝুঁকি নিয়ে বেরতে হয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। কবে এই আলোর সমস্যা মিটবে, কেউ জানেন না। এ প্রসঙ্গে দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল বলেন, আলো লাগানোর পর তা দেখভাল বা  বিল মেটানোর দায়িত্ব পঞ্চায়েতকেই নিতে হবে। এই সংক্রান্ত আলাদা তহবিল তৈরি করা উচিত ওদের। তবে আমাদের কাছে এই রকম অভিযোগ এলে আমরা এ ব্যাপারে নিশ্চয়ই পঞ্চায়েতগুলিকে পরামর্শ দেব। -নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা