কলকাতা

‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ কর্মসূচির প্রচার, পুরস্কৃত তিন পুজো কমিটি

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: কল্যাণী এক্সপ্রেসওয়েতে যান চলাচল নিয়ন্ত্রণ করতে একটি ট্রাফিক পরিকল্পনা করা হচ্ছে। সোমবার বিকেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিস কমিশনার অলক রাজোরিয়া বলেন, কল্যাণী এক্সপ্রেসওয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হয়ে গেলে গাড়ি চলাচলের সংখ্যা অনেক বেড়ে যাবে। কল্যাণী এক্সপ্রেসওয়ের জন্য একটি ট্রাফিক প্ল্যান করা হবে। তবে বিটি রোডের মতো জনবহুল রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণের জন্য তিনি পুরসভাগুলির কাছে সহযোগিতা প্রার্থনা করেন। তিনি বলেন, কয়েকটি পুরসভা থেকে আমরা সাহায্য পাই। অন্যান্য পুরসভাগুলিও এগিয়ে এলে যান নিয়ন্ত্রণে অনেক সুবিধা হবে। ইতিমধ্যে ডানলপ মোড় এবং বারাকপুর চিড়িয়ামোড়ের মতো গুরুত্বপূর্ণ মোড়গুলিতে যান চলাচল এবং লোকজন পারাপারের ক্ষেত্রে বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিন বারাকপুর পুলিস লাইনের কনফারেন্স হলে পথ নিরাপত্তা সম্পর্কে পুজো মণ্ডপে সচেতনতা বৃদ্ধির প্রচার করার জন্য তিনটি পুজো কমিটিকে পুরস্কার দেওয়া হয়েছে। বারাকপুরের মধ্য নোনা চন্দনপুকুর পুজো কমিটি, দমদমের মলপল্লি সর্বজনীন এবং বরানগরের ন’পাড়া দাদাভাই সঙ্ঘ পুজো কমিটিকে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’-এর প্রচার করার জন্য এদিন পুরস্কৃত হল। পরিবহণ দপ্তরের সহযোগিতায় তিনটি পুজো কমিটিকে পঞ্চাশ হাজার টাকা করে এদিন দেওয়া হয়। অনুষ্ঠানে পুলিস কমিশনার ছাড়াও বারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস, বরানগরের চেয়ারম্যান পরিষদের সদস্য অঞ্জন পাল,  ডিসি সদর অতুল ভি সহ পুলিসকর্তারা উপস্থিত ছিলেন।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা