কলকাতা

নেই পর্যাপ্ত মেডিক্যাল অফিসার, চালু হয়নি হাওড়া জেলা হাসপাতালের হাইব্রিড সিসিইউ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: জেলার স্বাস্থ্য পরিকাঠামোকে আরও উন্নত করতে এবং দুর্ঘটনাগ্রস্ত রোগীকে রেফারের ঝুঁকি কমাতে হাওড়া জেলা হাসপাতালে তৈরি করা হয়েছে হাইব্রিড ক্রিটিকাল কেয়ার ইউনিট। দু’মাস আগেই শেষ হয়েছে এইচসিসিইউ’র কাজ। অথচ পর্যাপ্ত মেডিক্যাল অফিসারের অভাবে এখনও সেখানে রোগী পরিষেবা শুরু করা যায়নি। বাধ্য হয়ে বর্তমানে এইচসিসিইউতেই শিশু বিভাগ চালাতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।
হাওড়া জেলা হাসপাতালে ইতিমধ্যেই ক্রিটিকাল কেয়ার ইউনিট পরিষেবা চালু রয়েছে। পাঁচজন মেডিক্যাল অফিসার সেখানে কাজ করছেন। কিন্তু নতুন তৈরি হওয়া ২৪ শয্যার এইচসিসিইউর জন্য প্রয়োজন আরও অন্তত আটজন মেডিক্যাল অফিসার। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কর্মরত পাঁচ মেডিক্যাল অফিসারের মধ্যে একজনকে শীঘ্রই অন্যত্র বদলি হয়ে যেতে হবে। ফলে মাত্র চারজন এমও দিয়ে এইচসিসিইউ চালানো রীতিমত ঝুঁকিপূর্ণ। তাই আপাতত নতুন ইউনিটে শিশু বিভাগকে স্থানান্তর করা হয়েছে।
হাওড়া হাসপাতালের সুপার নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, বিষয়টি জেলা স্বাস্থ্য দপ্তরকে জানানো হয়েছে। মেডিক্যাল অফিসার পেলেই দ্রুত এইচসিসিইউ চালু করা সম্ভব হবে। জানা গিয়েছে, ২৪ শয্যার এইচসিসিইউর জন্য প্রায় সাড়ে তিন হাজার বর্গফুটের ঘরের প্রয়োজন। সেজন্য হাওড়া জেলা হাসপাতালের নিউ বিল্ডিংয়ের উপরের অংশকে বেছে নেওয়া হয়েছিল। এখানে ২৪টি বেডের মধ্যে ৮টি ক্রিটিকাল কেয়ার ইউনিট বেড এবং ১৬টি হাই ডিপেন্ডেন্সি ইউনিট বেড রাখা হয়েছে।
চিকিৎসকরা বলেন, যে কোনও দুর্ঘটনার পরবর্তী এক ঘণ্টাকে ‘গোল্ডেন আওয়ার’ বলা হয়। এই সময়ের মধ্যে আশঙ্কাজনক রোগীকে উদ্ধার করে যত তাড়াতাড়ি চিকিৎসা দেওয়া সম্ভব, রোগীর বিপদমুক্ত হওয়ার সম্ভাবনা ততটাই বেশি। কিন্তু বেশিরভাগ সময়ে দুর্ঘটনায় গুরুতর জখম রোগীকে অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে সিসিইউ পর্যন্ত নিয়ে যেতে হয়, এরপর আবার সিটি স্ক্যানের জন্য ফের হাসপাতালের অন্য প্রান্তে নিয়ে যেতে হয়। পুরো বিষয়টিতেই সময় নষ্টের পাশাপাশি রোগীর পরিজনদের ভোগান্তি অনেকটাই বেড়ে যায়। তবে এইচসিসিইউতে সমস্ত পরিষেবা একসঙ্গে পাওয়া সম্ভব। দিনের পর দিন হাওড়া জেলা হাসপাতালের জরুরি বিভাগে যেভাবে দুর্ঘটনাগ্রস্ত রোগীর সংখ্যা বাড়ছে, তাতে এইচসিসিইউ দ্রুত চালু করা উচিত বলে মনে করছে চিকিৎসকদের একাংশ।
বিষয়টি নিয়ে হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কিশলয় দত্ত বলেন, পর্যাপ্ত মেডিক্যাল অফিসারের বিষয়টি রাজ্যকে জানানো হয়েছে। অর্ডার হলেই দ্রুত নিয়োগ হবে। তা না হলে এখন ব্লক থেকে আগ্রহী ব্লক স্বাস্থ্য আধিকারিকদের বিশেষ ট্রেনিং দিয়ে জেলা হাসপাতালের এইচসিসিইউতে নিয়োগ করা হবে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা