কলকাতা

ট্রেন দুর্ঘটনায় স্মৃতিহারা ছেলের খোঁজ পেলেন মা, ভর্তি সাগর দত্তে

নিজস্ব প্রতিনিধি, বরানগর: ছেলেকে হারানোর যন্ত্রণায় এক সময় সংসার ভেঙেছিল দম্পতির। তাকে খুঁজতে সর্বস্য খুইয়েছিলেন গৃহবধূ। একটা সময় তাকে ফিরে পাওয়ার আশা ফিকে হয়ে এসেছিল। ট্রেন দুর্ঘটনা ও হ্যাম রেডিওর হাত ধরে অবশেষে ছেলেকে ফিরে পেলেন গাইঘাটার গৃহবধূ। সোমবার শীলা বাড়ুই নামের ওই গৃহবধূ সাগর দত্ত মেডিক্যাল কলেজে এসে একমাত্র ছেলে রঞ্জিত বাড়ুইকে দেখে কান্নায় ভেঙে পড়েন। মা-ছেলের মিলনদৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। তবে চিকিৎসার প্রয়োজনে রঞ্জিতকে এখনই ছুটি দেওয়া যাচ্ছে না। হাসপাতালের তরফে জানানো হয়েছে, তাঁকে সম্পূর্ণ সুস্থ করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে সোদপুরে ট্রেন লাইনের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবককে জখম অবস্থায় উদ্ধার করেছিল রেল পুলিস। তাঁকে প্রথম পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে স্থানান্তর করা হয় সাগর দত্ত মেডিক্যাল কলেজে। দুর্ঘটনার কারণে স্মৃতিশক্তি লোপ পেয়েছে তাঁর। গত সপ্তাহে তিনি নিজের ও বাবার নাম বলতে পেরেছিলেন চিকিৎসককে। হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার ডাঃ জাহিদ হাসান এরপর যোগাযোগ করেন হ্যাম রেডিওর ওয়েস্টবেঙ্গল রেডিও ক্লাবের সম্পাদক অম্বরীশ নাগ বিশ্বাসের সঙ্গে। রবিবার দুপুর ২টা নাগাদ তাঁরা খোঁজ শুরু করেন। মুশকিল আসান হয় সন্ধ্যা ৭টায়। তবে ওই যুবক যে নাম, ঠিকানা বলেছিলেন, তা ভুল ছিল। অম্বরীশবাবু বলেন, আমরা জানতে পারি, ওই যুবকের বাড়ি গাইঘাটা থানার চাঁদপাড়ার সানাপাড়ায়। আসল নাম রঞ্জিত বাড়ুই। মা শীলা বাড়ুই বাপের বাড়িতে থাকেন এবং ওই এলাকায় পরিচারিকার কাজ করেন। বাবা বিকাশ বাড়ুই নাগপুরে পরিযায়ী শ্রমিকের কাজ করেন। ছেলেকে হারানোর যন্ত্রণা থেকেই তিনি আর বাড়ি আসেন না। ভেঙে গিয়েছে সংসার।
বছর তিনেক আগে মায়ের বকা খেয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন রঞ্জিত। তারপর আর খোঁজ মেলেনি। ছেলেকে খুঁজতে স্থাবর-অস্থাবর সবই বিক্রি করায় শীলাদেবীর এখন কর্পদক শূন্য অবস্থা। তিনিও মানসিক ভারসাম্য অনেকটা খুইয়েছেন। সোমবার সকালে ছেলের ছবি দেখে চিনতে পারেন শীলাদেবী। এদিন বিকেলে সাগর দত্ত মেডিক্যাল কলেজে এসে ছেলেকে দেখে কান্নায় ভেঙে পড়েন।
তিনি বলেন, ছেলেটা ভালো ঠাকুর বানাতো। পড়াশোনাতেও ভালো ছিল। একটি কারখানায় কাজের কথা চলছিল। হঠাৎ বাড়িতে রাগারাগি হয়। তারপর চলে যায়। আর খোঁজ পাইনি। ভগবানের কাছে রাতদিন বলতাম, ছেলেকে ফিরিয়ে দাও। আপনারা ভগবান। আপনারাই আমার হারানো ছেলেকে ফিরিয়ে দিয়েছেন।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা