খেলা

পিচে ঘাস, টেস্টের আগে প্রস্তুতিতে খুশি টিম ইন্ডিয়া

পারথ: অপ্টাস স্টেডিয়ামের বাইশ গজের রং সবুজ। ঘন ঘাস ছেড়ে রাখা হয়েছে সেখানে। ফলে গতির সঙ্গে বাউন্সও পাবেন পেসাররা। তাই টস হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। সংক্ষেপে, শুক্রবার শুরু হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট টিম ইন্ডিয়ার জন্য কার্যত হয়ে উঠছে অগ্নিপরীক্ষা। প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জস হ্যাজলউডরা রীতিমতো পরীক্ষায় ফেলতে চলেছেন বিরাট কোহলি, লোকেশ রাহুলদের। 
টিম ইন্ডিয়া অবশ্য ওয়াকা স্টেডিয়ামে গত কয়েকদিনের প্রস্তুতিতে খুশি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ম্যাচ সিমুলেশনে জোর দিয়েছিল ভারত। বাতিল করা হয়েছিল ভারতীয় ‘এ’ দলের সঙ্গে গা-ঘামানো ম্যাচ। বোর্ডের পোস্ট করা ভিডিওতে সহকারী কোচ অভিষেক নায়ার বলেছেন, ‘প্রস্তুতির পরিকল্পনা অস্ট্রেলিয়া পৌঁছনোর আগেই ঠিক করে রেখেছিল গৌতম গম্ভীর ও রোহিত শর্মা। জুনিয়র ও সিনিয়রদের মানিয়ে নেওয়ার জন্য যথেষ্ট সময় দিতে চেয়েছিলাম। এখানের কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হয়ে ওঠাই ছিল লক্ষ্য। আর তা খুব ভালোভাবে করা গিয়েছে। ব্যাটসম্যানরা দ্বিতীয়বার ক্রিজে গিয়ে অনেক আত্মবিশ্বাসের সঙ্গে খেলেছে। ওদের অনেক স্বচ্ছন্দ দেখিয়েছে পরের বারে। আমরা যা চেয়েছিলাম সেভাবেই তৈরি হতে পেরেছি।’
ম্যাচ সিমুলেশনের দ্বিতীয় দিনে যশপ্রীত বুমরাহ ১৮ ওভার বল করেন। বোলারদের সম্পর্কে বোলিং কোচ মর্নি মর্কেলের মন্তব্য, ‘বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট। ওরা কন্ডিশনের সঙ্গে ধাতস্থ হয়ে উঠেছে। হ্যাঁ, আমরা প্রথম টেস্টের জন্য প্রস্তুত। আরও তিনটে প্র্যাকটিস সেশনও রয়েছে। প্রত্যেকের থেকে সেরাটা আদায়ের ব্যাপারে আমরা আশাবাদী।’
তবে রনজি ট্রফিতে ভালো বল করলেও এখনই অস্ট্রেলিয়া যাওয়া হচ্ছে না সামির। তিনি সৈয়দ মুস্তাক আলি 'টি-২০ টুর্নামেন্টে বাংলার হয়ে পাঞ্জাবের বিরুদ্ধে শনিবার খেলবেন।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা