খেলা

বাংলার সাত গোল, বিধ্বস্ত উত্তর প্রদেশ

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সন্তোষ ট্রফির বাছাই পর্বে দুরন্ত ছন্দে বাংলা। ঝাড়খণ্ডের পর সোমবার উত্তর প্রদেশকে সাত গোলে উড়িয়ে দিল সঞ্জয় সেন ব্রিগেড। কল্যাণী স্টেডিয়ামে বাংলার একপেশে জয়ের অন্যতম কারিগর রবি হাঁসদা (৪) এবং মনোতোষ মাঝি (৩)। দু’জনেই হ্যাটট্রিকের স্বাদ পেয়েছেন। এই জয়ের সুবাদে দুই ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে মূল পর্বের দিকে এক কদম এগিয়ে রইলেন চাকু মাণ্ডিরা। পক্ষান্তরে পরপর দু’টি ম্যাচ হেরে বিদায় নিশ্চিত উত্তর প্রদেশের। 
ইসরাফিল দিওয়ান সুস্থ থাকায় এদিন পূর্ণশক্তির দল মাঠে নামিয়েছিলেন বাংলার কোচ সঞ্জয় সেন। ম্যাচের অষ্টম মিনিটেই রবির লক্ষ্যভেদে কাঙ্ক্ষিত লিড নেয় বাংলা। এরপর মনোতোষ-ম্যাজিক। ১১, ১৭ ও ৩৭ মিনিটে বিপক্ষের জাল কাঁপিয়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। অবশ্য এর মধ্যে (৩৩ মিনিট) গোল পান রবি হাঁসদা। বিরতির পর গোল পার্থক্য বাড়িয়ে রাখার লক্ষ্যে চাপ বজায় রাখে বাংলা। এই পর্বে প্রথমে ৪৮ ও পরে ৮৩ মিনিটে উত্তর প্রদেশের কফিনে পেরেক পোঁতেন রবি। প্রথম দু’টি ম্যাচে তাঁর পকেটে হাফ ডজন গোল। খেলার শেষে কোচ সঞ্জয় সেনের মন্তব্য, ‘বড় জয় আত্মবিশ্বাস বাড়ায়। তবে আত্মতুষ্টির কোনও জায়গা নেই।’ উল্লেখ্য, বুধবার বাছাই পর্বের শেষ ম্যাচে বাংলার প্রতিপক্ষ বিহার। এদিন তারা ঝাড়খণ্ডের কাছে ৩-৫ গোলে হেরেছে। তবে মূল পর্বের ছাড়পত্র আদায় করতে হলে বিহারের বিরুদ্ধে কম করে ড্র করতেই হবে সঞ্জয় সেন ব্রিগেডকে।  
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা