খেলা

অনবদ্য রোনাল্ডো, বড় জয় পর্তুগালের

লিসবন: আগামী ৫ ফেব্রুয়ারি ৪০ বছরে পা দেবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তবে বয়স যে তাঁর কাছে নিছকই সংখ্যা মাত্র, তা প্রতিপদেই প্রমাণ করছেন পর্তুগিজ মহাতারকা। এই বয়সেই তাঁর তুখোড় ফিটনেস যে কোনও তরুণ ফুটবলারের ঈর্ষার কারণ হতে পারে। তবে সম্প্রতি তাঁর ফর্ম নিয়ে উঠছিল অনেক প্রশ্ন। কিন্তু তিনি যে ফুরিয়ে যাননি, তা আরও একবার প্রমাণ করলেন সিআরসেভেন। শুক্রবার উয়েফা নেশনস লিগে তাঁর জোড়া গোলে ভর করে পোল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিল রবার্তো মার্তিনেজ ব্রিগেড। রোনাল্ডোর পাশাপাশি পর্তুগালের হয়ে জাল কাঁপান যথাক্রমে রাফায়েল লিও, ব্রুনো ফার্নান্ডেজ ও পেড্রো নেতো। পোল্যান্ডের একমাত্র গোলটি ডোমিনিক মার্কযুকের। পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’তে শীর্ষস্থান ধরে রাখল ২০১৯ চ্যাম্পিয়নরা।
ক্লাব ফুটবলে চলতি মরশুমে দারুণ ছন্দে রয়েছেন রোনাল্ডো। ৩৫ ম্যাচে ৩০টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট রয়েছে তাঁর নামের পাশে। দেশের হয়ে অবশ্য সেই ছন্দ ধরে রাখতে ব্যর্থ। তাই শুক্রবার পোল্যান্ডের বিরুদ্ধে স্কোরশিটে নাম তুলতে মরিয়া ছিলেন সিআরসেভেন। প্রথমার্ধে বেশ কয়েকবার গোলের কাছাকাছি পৌঁছলেও লক্ষ্যভেদে ব্যর্থ হন রোনাল্ডোরা। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই প্রতি-আক্রমণ থেকে ডেড লক খোলেন রাফায়েল লিও (১-০)। ৭২ মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান সিআরসেভেন (২-০)। পর্তুগালের তৃতীয় গোলটি আসে ৮০ মিনিটে। বক্সের বাইরে থেকে দুরন্ত শটে জাল কাঁপান ব্রুনো ফার্নান্ডেজ (৩-০)। তিন মিনিট বাদেই স্কোরশিটে নাম তোলেন পেড্রো নেতো (৪-০)। আর ৮৭ মিনিটে ভিতিনহার সেন্টার থেকে চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে জাল কাঁপান রোনাল্ডো (৫-০)। সেই সঙ্গে দেশের জার্সিতে ১৩৫তম গোলটি সেরে ফেলেন তিনি। শেষলগ্নে পোল্যান্ডের হয়ে সান্ত্বনাসূচক গোল ডোমিনিকের (৫-১)।
দিনের অপর ম্যাচে ডেনমার্ককে ২-১ গোলে হারাল স্পেন। শুক্রবার অ্যাওয়ে ম্যাচে স্প্যানিশ আর্মাডার হয়ে জাল কাঁপান যথাক্রমে মিকেল ওয়েরজাবাল ও আয়োজে পেরেজ। ডেনমার্কের একমাত্র গোলটি গুস্তাভ ইসাকসেন। উল্লেখ্য, এই জয়ের সুবাদে চলতি আসরে টানা চারটি জয় পেল ইউরোপ সেরারা। পাঁচ ম্যাচে স্পেনের সংগ্রহ ১৩ পয়েন্ট। এদিকে, স্কটল্যান্ডের কাছে হেরে শেষ আটের পথ কঠিন হল ক্রোয়েশিয়ার। ম্যাচের ৪৩ মিনিটে ক্রোটদের হয়ে লাল কার্ড দেখেন পিটার সুচিচ। সেই সুযোগ কাজে লাগিয়ে ৮৬ মিনিটে লক্ষ্যভেদে স্কটিশদের জয় এনে দেন জন ম্যাকগিন।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা