কলকাতা

ভাটপাড়ায় তৃণমূল নেতা  খুনে গ্রেপ্তার আরও এক

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভাটপাড়ার তৃণমূল নেতা অশোক সাউকে খুনের ঘটনায় সুজল পাসোয়ান নামে আরও এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। নৈহাটির শিবদাসপুর থেকে শনিবার সকালে গ্রেপ্তার করা হয় তাকে। সে উত্তরপ্রদেশের বালিয়ায় পালিয়ে যাওয়ার তোড়জোড় করছিল। তবে তার আগেই ধরা পড়ে যায় পুলিসের হাতে। তাকে বারাকপুর আদালতে তোলা হলে বিচারক ন’দিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। তবে মূল অভিযুক্ত সুজল প্রসাদকে এখনও ধরতে পারেনি পুলিস।
জানা গিয়েছে, সুজল প্রসাদের দাদা আকাশ প্রসাদকে ২০২০ সালে গণপ্রহারে খুন করা হয়েছিল। তারই বদলা নিতে বুধবার সকালে চায়ের দোকানে বসে থাকা অশোক সাউকে গুলি করে খুন করার অভিযোগ ওঠে তার ভাই সুজল প্রসাদের বিরুদ্ধে। এদিন ঘটনাস্থলে আসেন এডিজি সিআইডি বিশাল গর্গ। তিনি গোটা এলাকা ঘুরে দেখেন। সঙ্গে ছিলেন বারাকপুর পুলিস কমিশনারেটের ডিসি নর্থ গণেশ বিশ্বাস। তাঁর নেতৃত্বে ‘সিট’ গঠন করা হয়েছে। এছাড়া মামলার তদন্তভার জগদ্দল থানার হাত থেকে বারাকপুর পুলিস কমিশনারেটের ডিডি’র হাতে দেওয়া হয়েছে।
তবে নিহত অশোক সাউয়ের ভাইয়েরা এনআইএ’র তদন্তের দাবি জানিয়েছেন। তাঁকে সমর্থন জানিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছেন বিজেপি নেতা অর্জুন সিং। এদিকে, তৃণমূলের কাউন্সিলার সুনীতা সিংয়ের ছেলে নমিত সিং সাংবাদিক বৈঠক করে বলেন, অর্জুন সিং বলেছেন আমাকে গণপিটুনি দিয়ে মারবেন। ক্ষমতা থাকলে করে দেখান। প্রসঙ্গত, তাঁর বিরুদ্ধেই মেঘনা মোড়ের কাছে এক ব্যবসায়ী ও তাঁর ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে।  নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা