কলকাতা

তালিকা জমা পড়ার আগের রাতেই অপারেশন, কয়েক ঘণ্টায় বদল অ্যাকাউন্ট নম্বর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ২৭ আগস্ট স্কুল পড়ুয়াদের তথ্য তৈরি হয়। পরদিন অর্থাৎ, ২৮ তারিখে স্কুল কর্তৃপক্ষের ডিআই অফিসে তা অনলাইনে জমা দেওয়ার কথা। কিন্তু, ২৭ আগস্টের গভীর রাত থেকে পরদিন ভোররাতের কয়েক ঘণ্টার মধ্যেই পড়ুয়াদের তথ্য তালিকা বদল। বদলে গিয়েছে, পড়ুয়ার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর। ট্যাবকাণ্ডের তদন্তে এমনই চাঞ্চল্যকর তথ্য পেয়েছে লালবাজার। রাত ১২টা থেকে ভোর চারটের মধ্যেই হয়েছে যাবতীয় প্রতারণা। পরদিন সেই বদলে যাওয়া তথ্য যাচাই না করেই ডিআই অফিসে জমা পড়ে। যার ফলে প্রতারিত হয়েছে পড়ুয়ারা। কলকাতা পুলিসের দাবি, সেই তালিকা স্কুলের হাতে থাকার সময় তথ্য বদল হয়েছে। কিন্তু, সব স্কুলের তরফেই ২৮ আগস্টই যে তথ্য জমা দেওয়ার শেষদিন, তা প্রতারকরা জানল কীভাবে? তাহলে কি সর্ষের মধ্যেই ভূত রয়েছে? পুলিসি তদন্তে তথ্যের ইঙ্গিত সেদিকেই।
রাজ্য পুলিস সূত্রের খবর, চোপড়া ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ট্যাবকাণ্ডের জাল বিছিয়ে রয়েছে। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড ও রাজস্থানের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। ভবানী ভবন জানিয়েছে, কলকাতা বাদে রাজ্য পুলিস এলাকায় প্রতারিতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৯১১ জন। এখনও পর্যন্ত মোট ১২০টি মামলা রুজু হয়েছে রাজ্যজুড়ে। গ্রেপ্তার করা হয়েছে ১১ জনকে। তদন্ত জারি রেখেছে পুলিস। সূত্রের দাবি, ভিন রাজ্যের একাধিক জায়গায় টিম পাঠানো হয়েছে। এই প্রতারণার নেপথ্যে সংগঠিত সাইবার গ্যাং বলেই মনে করছেন তদন্তকারীরা। শনিবার মালদহ জেলা পুলিসের সাইবার ক্রাইম থানা নতুন করে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম সেরাজুল মিঞাঁ। মালদহের বৈষ্ণবনগর থানা এলাকার বাসিন্দা সে। গাজোলের বি ডি কেয়ার হাইস্কুলের পড়ুয়াদের ট্যাবের টাকা তার অ্যাকাউন্টে জমা পড়ে। ভবানী ভবন সূত্রে খবর, বেশ কিছু তথ্য বদলানো হয়েছে মোবাইল ব্যবহার করে। 
অন্যদিকে, কলকাতা পুলিসের দাবি, গত ২৪ ঘণ্টায় শহরে ট্যাবকাণ্ডে প্রতারিতের সংখ্যা একই রয়েছে। নতুন করে কোনও স্কুল অভিযোগ করেনি। সরশুনার কেসে এখনও পর্যন্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। লালবাজারের এক কর্তা জানিয়েছেন, সরশুনা থানা এলাকার একটি কেসের তদন্তে দেখা গিয়েছে, চোপড়া ছাড়া ভিন রাজ্যের যোগ মিলেছে এই ট্যাবকাণ্ডে। দিল্লি ও লখনউয়ের দু’টি অ্যাকাউন্টে ট্যাবের টাকা জমা পড়েছে। সেই সমস্ত অ্যাকাউন্টের যাবতীয় তথ্য তালাশ করছে লালবাজার। ট্যাবকাণ্ডে এই প্রথম শহরের প্রতারণাগুলির মধ্যে ভিন রাজ্যের যোগ মিলল। এই দু’টি অ্যাকাউন্ট যাদের নামে, তাদের সঙ্গে চোপড়ার কোনও যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এখনও পর্যন্ত ট্যাবের টাকা জমা পড়া ৪৯টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছে লালবাজার। 
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা