কলকাতা

কার্তিক পুজোয় বিস্তর জাঁকজমক বাঁশবেড়িয়ায়

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বাঁশবেড়িয়ায় মহা সমারোহে চলছে কার্তিক পুজো। চোখ ধাঁধানো আলো লোকের নজর কাড়ছে। বিভিন্ন মণ্ডপে রকমারি বেশভূষায় সাজিয়ে রাখা হয়েছে কার্তিক ঠাকুরকে। চার দিন ধরে পুজো ঘিরে মেতে থাকবেন এখানকার বাসিন্দা সহ দূরদূরান্তের দর্শনার্থীরা। শনিবার পুজোর প্রথম দিনই বাঁশবেড়িয়ার অলিগলিতে বইল জনস্রোত।
অতীতে বাঁশবেড়িয়া ছিল সপ্তগ্ৰামের অন্তর্গত। সপ্তগ্ৰাম বন্দর হারিয়ে গেলেও বাণিজ্য লুপ্ত হয়নি। চণ্ডীমঙ্গলে যে ষোড়শ বেনে বা বণিকের উল্লেখ মেলে, তাঁরা সপ্তগ্ৰামের বণিক ছিলেন। ঐতিহাসিকদের মতে, ১৬০০ সন নাগাদ অভিজাত বণিক সম্প্রদায়ের হাত ধরে বাঁশবেড়িয়ায় শুরু হয়েছিল কার্তিক পুজো। যা আজও ধরে রেখেছে ঐতিহ্য ও আভিজাত্য। জ্যাংড়া কার্তিক, ধুমো কার্তিক, অর্জুন কার্তিক, যোদ্ধা কার্তিক, রাজা কার্তিক, জামাই কার্তিক ইত্যাদি নানা রূপে বিভিন্ন বারোয়ারিতে পুজো হয় এই দেবতার। মূলত ছোট এলাকা হওয়ায় বাঁশবেড়িয়ার প্রতিটি গলিতেই কার্তিক পুজোর আয়োজন হয়ে থাকে। এক দিকে রেল স্টেশন আর অন্যদিকে ফেরিঘাট হয়ে ভিন জেলার প্রচুর দর্শনার্থী সন্ধ্যার শুরুতেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন। কার্তিক শুধু নয়, এ সময় কালী, মহাদেব, তারা সহ আরও বিভিন্ন দেবদেবীর পুজোও হয় এখানে। পাশাপাশি লাইট-সাউন্ড শো এবং যাত্রাপালা আজও বিশেষ আকর্ষণ।
বাঁশবেড়িয়ার কুণ্ডুখালি নটরাজ পুজো এ বছর ৭১ বছরে পা দিল। এখানকার থিম, ‘হাট বসেছে শুক্রবারে, বাঁশবেড়িয়ার নদীর পাড়ে’। মহাকালীতলা সূর্য তরুণ সঙ্ঘের রাজা কার্তিকের পুজো এবার নজর কাড়ছে। তারা বানিয়েছে কাঠের প্রতিমা। ৫৪তম বছরে পা দিয়েছে রথতলা ইউথ অ্যাসোসিয়েশনের পুজো। তারা জামাই কার্তিক বানিয়েছে। এবারের থিম, ‘স্বপ্নের তরী’। - নিজস্ব চিত্র
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা