কলকাতা

বিচারকের কড়া ভর্ৎসনা, খোরপোশের ২০ হাজার টাকা বাবাকে দিল ছেলে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শিয়ালদহ আদালতের কড়া ভর্ৎসনার পর শনিবার খোরপোশ বাবদ কুড়ি হাজার টাকা বাবাকে মিটিয়ে দিলেন ছেলে। দেরি হওয়ার কারণে ছেলে সুমন সেন বিচারকের কাছে ক্ষমাও চাইলেন। তাঁকে সর্তক করে বিচারক বলেছেন, ‘প্রতিমাসের প্রথম সপ্তাহের মধ্যে খোরপোশের টাকা দিতে হবে। না হলে কড়া পদক্ষেপ নেবে আদালত। টাকা না পেলে আপনার বাবা খাবারদাবার, ওষুধপত্র কিনতে পারবেন না। তা‌ই প্রতি মাসে টাকা পাওয়াটা ওঁর পক্ষে অত্যন্ত জরুরি।’ সুমন বলেছেন, ‘কোর্টের আদেশ আর অমান্য হবে না।’ 
বিচারক সুমনবাবুকে এদিন বলেছেন, ‘বৃদ্ধ বাবা‑মাকে অবজ্ঞা করার পরিণতি ভালো হয় না। তাঁরা আপনাকে কোলেপিঠে মানুষ করলেন, বড় করলেন অথচ শেষবয়সে এসে তাঁরাই অবজ্ঞার শিকার হলেন! এ কখনও কাম্য নয়। আপনি যেমন আচরণ করবেন তেমনই আপনাকেও সেই ধরনের আচরণের মধ্যে পড়তে হবে।’ সুমন সেন এরপর একটি কথাও বলেননি। এজলাসে মাথা নিচু করে ছিলেন।  
আদালত সূত্রে জানা গিয়েছে, গত জানুয়ারিতে টালার বেলগাছিয়া রোডের বাসিন্দা শম্ভু সেন নিজের ছেলের বিরুদ্ধে খোরপোশের মামলা করেছিলেন। পিতার অভিযোগ, তাঁর বাড়িতে ছেলে‑বউমা থাকেন। অথচ তাঁকে ঠিকমতো দেখাশোনা করেন না। অসুস্থ হলেও দেখেন না। তাই বাধ্য হয়ে তিনি মানিকতলার মেয়ে‑জামাইয়ের কাছে গিয়ে ওঠেন। ছেলের টানা অবহেলার কারণে বাধ্য হয়ে খোরপোশ পেতে মামলা করেন। আদালত প্রতি মাসে পাঁচ হাজার টাকা দেওয়ার নির্দেশ দেয়। তবে খোরপোশের মূল মামলার বিচার এখনও বকেয়া রয়েছে। সুমন সেন এদিন বলেন, ‘মামলা এখনও বিচারাধীন। তাই আমি কোনও মন্তব্য করব না।’
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা