কলকাতা

ভারতীয় পাসপোর্ট বানিয়ে মার্কিন মুলুকে পাড়ি বাংলাদেশি নাগরিকের

শুভঙ্কর বসু, কলকাতা: নথি জাল করে ভারতীয় পাসপোর্ট বানিয়ে মার্কিন মুলুকে পাড়ি দিয়েছেন বাংলাদেশি নাগরিক! ভারতীয় হিসেবেই বহাল তবিয়তে সেই দেশে রয়েছেন তিনি। অথচ ওই ব্যক্তি সম্পর্কে বহু আগে লিখিত অভিযোগ থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি পুলিস। শুধু তাই নয়, ওই ব্যক্তির বাবা এবং ভাই এদেশেই রয়েছেন। তা সত্ত্বেও পুলিস নাকি তাঁদের খুঁজেই পাচ্ছে না! এমনই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলায় এবার সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। 
মামলার বয়ান সূত্রে জানা গিয়েছে, নদীয়ার কল্যাণীর বাসিন্দা সৌরভ সিংয়ের অভিযোগ, ২০১০ সাল নাগাদ বেআইনিভাবে এদেশে আসেন বাংলাদেশের মুন্সিগঞ্জের বাসিন্দা মনোরঞ্জন দে। এরপর একে একে ভারতে আসেন তাঁর দুই ছেলে অসীম ও মনীশ। কল্যাণী টাউনশিপে সৌরভ সিংয়ের জমির পাশেই তাঁরা বসবাস শুরু করেন।  এর পর ভুয়ো নথি দিয়ে একে একে এদেশের ভোটার কার্ড, আধার কার্ড, এমনকী পাসপোর্টও তাঁরা বানিয়ে ফেলেন। সেইসব নথির দৌলতে তাঁরা সৌরভের জমি দখল করে নেন বলে অভিযোগ। এরপরই তাঁদের বিরুদ্ধে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। নিম্ন আদালতে জমি বিবাদ সংক্রান্ত মামলাও দায়ের করেন তিনি। এর মধ্যেই ২০১৮ সালে মনোরঞ্জনের পাসপোর্ট সংক্রান্ত কিছু গদল ধরা পরায় তিনি অভিবাসন দপ্তরের হাতে ধরা পড়েন ও তাঁকে বাংলাদশে পাঠিয়ে দেওয়া হয়। অভিযোগ, বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হলেও বেশ কিছু বছর পর তিনি ফের ভারতে আসেন। এর মধ্যেই জাল নথি দিয়ে তৈরি করা পাসপোর্ট নিয়ে আমেরিকা পাড়ি দেন অসীম। মনীশ ও তাঁর বাবা মনোরঞ্জন এখনও এদেশেই রয়েছেন। 
২০২৩ সালের ফেব্রুয়ারিতে ফরেনার্স আইনে কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন সৌরভ। সেই অভিযোগের ভিত্তিতে আগাম জামিনের আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন মনীশ। সেই আবেদন নাকচ হয়। তারপরও পুলিস হাত গুটিয়ে বসে আছে বলে অভিযোগ। বাধ্য হয়ে তাই হাইকোর্টের দ্বারস্থ হন সৌরভ। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে মামলাটি উঠলে সমস্ত বৃত্তান্ত তুলে ধরেন সৌরভের আইনজীবী শিবাজীকুমার দাস। রাজ্যের আইনজীবী স্বীকার করে নেন, অসীম বর্তমানে আমেরিকাতেই রয়েছেন। সব পক্ষের সওয়াল জবাব শোনার পর সিআইডি তদন্তের নির্দেশে দেন বিচারপতি ঘোষ। নির্দেশে তিনি জানান, সিআইডির ‘মিসিং পার্সন ব্যুরো’ এই ঘটনার তদন্ত করবে। আমেরিকায় বসবাসকারী ওই ব্যক্তির ভিসা অবিলম্বে বাতিল করতে হবে। ১১ তারিখ তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারপতি।    
3h 3m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা