রাজ্য

রেশন: বকেয়া ১২,৭১৪ কোটি চেয়ে  কেন্দ্রীয় সরকারকে চিঠি খাদ্যদপ্তরের

কৌশিক ঘোষ, কলকাতা: রেশনের জন্য বকেয়া ১২ হাজার ৭১৪ কোটি টাকা চেয়ে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রককে চিঠি দিল রাজ্যের খাদ্যদপ্তর। রেশন গ্রাহকদের চাল দেওয়ার জন্য মূলত এই টাকা বকেয়া আছে। কেন্দ্রীয় সরকারের গরিব কল্যাণ অন্ন যোজনার (পিএমজেকেএওয়াই) আওতায় থাকা রাজ্যের প্রায় ৬ কোটি রেশন গ্রাহককে যে চাল-গম সরবরাহ করা হয়, তার খরচ বহন করে কেন্দ্র। গম সরবরাহ করে কেন্দ্রীয় সরকারি সংস্থা এফসিআই। কিন্তু চালের জন্য যে খরচ হয়, তা প্রাথমিকভাবে রাজ্য সরকারকে বহন করতে হয়। রাজ্য সরকার চাষিদের থেকে ধান কিনে তা থেকে চাল উৎপাদন করে। এই খরচ কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা। নিয়ম অনুযায়ী, রাইস মিল থেকে রাজ্য সরকারের গুদামে চাল চলে এলেই কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে টাকা দিতে শুরু করে। কিন্তু ২০২৩-’২৪ আর্থিক বছর থেকে কেন্দ্র এই খাতে টাকা না দেওয়ায় বিপুল বকেয়া রয়ে গিয়েছে। এ নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্য ও কেন্দ্রের মধ্যে টানাপোড়েন চলছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার কেন্দ্রের এই বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন। 
রাজ্যের খাদ্যদপ্তরের বিশেষ সচিব গত মঙ্গলবার কেন্দ্রীয় খাদ্য ও উপভোক্তা মন্ত্রকের গণবন্টন বিভাগের যুগ্ম অধিকর্তা জয় পাটিলকে চিঠি পাঠিয়েছেন। তাতে বকেয়া ১২ হাজার ৭১৪ কোটি টাকা মিটিয়ে দেওয়ার অনুরোধ করা হয়েছে। রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে চালানোর জন্য ওই টাকা প্রয়োজন বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। খাদ্যদপ্তরের ওই আধিকারিক চিঠিতে লিখেছেন, গত ২ নভেম্বর থেকে রাজ্যে পিএমজেকেএওয়াই রেশন গ্রাহকদের ছাপানো স্লিপ ইস্যু করা শুরু হয়েছে। রেশন দোকানের ই-পস মেশিন থেকে ওই স্লিপ বেরচ্ছে। কয়েকটি স্লিপের নমুনাও ওই চিঠির সঙ্গে পাঠিয়েছেন তিনি। ওই স্লিপে গ্রাহকের পরিবার পিছু কেন্দ্রীয় সরকারের কত টাকা খরচ হয়েছে, তার উল্লেখ থাকছে। পিএমজেকেএওয়াই এর নাম এবং লোগো ওই স্লিপে আছে। 
খাদ্যদপ্তরের আধিকারিকের এই চিঠি থেকেই পরিষ্কার যে, বকেয়া টাকা দেওয়ার শর্ত হিসেবে গ্রাহকদের ওই স্লিপ ইস্যু করার জন্য  কেন্দ্র চাপ দিচ্ছিল। রাজ্য সরকার ওই স্লিপ ইস্যু করায় এবার বকেয়া টাকা পাওয়ার ব্যাপারে আশাবাদী খাদ্যদপ্তর। কিন্তু ওই শর্ত মানার পরও কেন্দ্র টাকা দেবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ রেশন দোকানে প্রধানমন্ত্রীর ছবি সহ পিএমজেকেএওয়াই-এর পোস্টার টাঙানো, গ্রাহকদের ব্যাগে সেই ছবি ও পোস্টারের মনোগ্রাম লাগানোর জন্য রাজ্যকে লোকসভা ভোটের আগে চাপ দিয়ে আসছে কেন্দ্র। এই চাপের কাছে নতি স্বীকার করেনি রাজ্য সরকার। একশো দিনের কাজ, আবাস যোজনা প্রভৃতি প্রকল্পের টাকা এভাবেই বিভিন্ন কারণ দেখিয়ে আটকে রেখেছে কেন্দ্র। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় বৃদ্ধি ও সঞ্চয় যোগ। নতুন আয়ের দিশাও পেতে পারেন। খেলাধুলায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
15th     November,   2024
দিন পঞ্জিকা