রাজ্য

৬-০ ফল নিয়ে আত্মবিশ্বাসী মমতা, উপ নির্বাচনেই কুৎসার জবাব

দেবাঞ্জন দাস, দার্জিলিং: রাজ্যের ছয় বিধানসভা আসনের উপ নির্বাচন শেষ হয়েছে নির্বিঘ্নেই। ফলপ্রকাশ আগামী ২৩ নভেম্বর। তার আগে বিজেপি, সিপিএম, কংগ্রেস এমনকী তাঁর নিজের দল যে যা-ই ভবিষ্যদ্বাণী  করুক না কেন, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় শুধু মানুষের উপরে ভরসা করতে চান! বৃহস্পতিবার পাহাড় সফরের শেষ দিনে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেন সাংবাদিকরা, ‘দিদি, এবার কি ৬-০?’ হাঁটছিলেন মমতা! হাঁটা না থামিয়েই স্মিত হেসে বললেন, ‘কে কী বলছেন জানি না! আমি ভবিষ্যৎদ্রষ্টা নই। তবে বাংলার মানুষকে ভরসা করি। আমার বিশ্বাস, এত  কুৎসা, অপপ্রচার এবং ষড়যন্ত্রের জবাব বাংলার মা-মাটি-মানুষ দেবেন। মানুষই যে শেষ কথা!’ বুধবার নৈহাটি, হাড়োয়া, সিতাই, মাদারিহাট, তালডাংরা ও মেদিনীপুর কেন্দ্রে উপ নির্বাচন হয়েছে। সবকটিতেই জিতে বিধানসভায় অবস্থান আরও শক্তপোক্ত করার ব্যাপারে আত্মবিশ্বাসী জোড়াফুল শিবির। মমতা নিজেও শৈলশহরের আবাসস্থল রিচমন্ড হিল থেকে বুধবার দিনভর উপ নির্বাচনের খোঁজখবর নিয়েছেন। প্রয়োজনীয় পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্ট জেলার নেতাদের। শুধু নিজের রাজ্য নয়, প্রতিবেশী ঝাড়খণ্ডের প্রথম দফার ভোট নিয়েও এদিন সেখানকার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কাছ থেকে খোঁজখবর নেন। প্রত্যয়ী তৃণমূলনেত্রীর কথায়, ‘গতবারের থেকেও ওরা (ঝাড়খণ্ড মুক্তি মোর্চা) ভালো ফল করবে!’ 
এদিন শিশু দিবসে ম্যালে কচিকাঁচাদের জমায়েতে অংশগ্রহণ করেন মমতা। মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম তিনি পাহাড়ে শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত হলেন। ম্যালের জমায়েতে কয়েকশো শিশু-কিশোরের মধ্যে মুঠো মুঠো চকলেট বিলি করলেন। হেঁটে জনসংযোগ সারার সময় স্কুল ফেরত পড়ুয়াদের তো বটেই, পাহাড় ঘুরতে আসা পর্যটকদেরও দেদার চকলেট উপহার দেন মুখ্যমন্ত্রী। পরিস্থিতি এমন দাঁড়ায় যে, এদিন ম্যালকে ঘিরে থাকা কোনও দোকানে চকলেট বলে কিছুই ছিল না!
পাহাড়ে দাঁড়িয়ে এদিন নিজের পরবর্তী সফরের ইঙ্গিতও দিয়েছেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন ধরে অক্সফোর্ড ইউনিভার্সিটি স্মারক বক্তৃতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্তা হিসেবে আমন্ত্রণ জানাতে আগ্রহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নানান ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। কিন্তু এবার আমন্ত্রণ গ্রহণ করার ব্যাপারে মনস্থির করেছেন। এদিন মমতা বলেন, ‘আগামী বছর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের পরই অক্সফোর্ড ইউনিভার্সিটির আমন্ত্রণ রক্ষা করব। সেখানে যাব।’ দার্জিলিংয়ে এবার হর্নবিল উৎসবের ধাঁচে আন্তর্জাতিক রক ফেস্টিভ্যালের আয়োজন করছে জেলা পুলিস এবং জিটিএ। এশিয়া এবং ইউরোপের বিভিন্ন প্রান্তের সেরা রক ব্যান্ডগুলি অংশ নেবে। ১৯ ডিসেম্বর কলকাতায় বড়দিনের উৎসব সূচনার দিন ভার্চুয়ালি ওই ফেস্টিভ্যালের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। 
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা