দেশ

ফোন কল নেই, ভোট আসতেই বন্ধ ‘রঙ্গদারি ট্যাক্স’, উত্তরপ্রদেশের গ্যাং কাজে লাগিয়ে রণকৌশল সাজাচ্ছে ওয়াসেপুরের দাউদ 

প্রীতেশ বসু, ওয়াসেপুর: ঝাড়খণ্ডের বাকি ৩৮ আসনে ভোট গ্রহণ ২০ নভেম্বর। তার মধ্যে রয়েছে ধানবাদ জেলার ছ’টি আসন বা বিধানসভা কেন্দ্র। বাগমারা, টুন্ডি, ঝরিয়া, ধানবাদ, নিরসা ও সিন্দ্রি। তবে কয়লার রাজধানীতে সকলের নজর এখন দুই জায়ের রাজনৈতিক টক্করের দিকে। দু’জনেই ঝরিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী। বিদায়ী বিধায়ক তথা কংগ্রেসের প্রার্থী পূর্ণিমা সিং ও তাঁর বিপরীতে তাঁর খুড়তুতো জা বিজেপির রাগিণী সিং। এই পূর্ণিমা সিংয়ের স্বামী নীরজ সিংয়ের খুনের অভিযোগেই গ্রেপ্তার হয়ে জেলে গিয়েছেন রাগিণীর স্বামী সঞ্জীব। ফলে সকলের কাছেই ধানবাদ জেলার এই লড়াই কোনও হিন্দি সিনেমার চিত্রনাট্যের থেকে কম কিছু নয়। তবে এই সমস্ত ‘চটপটা’ খবরের আড়ালেই রয়েছে কয়লার শহরের অন্ধকার জগতের আন্ডারওয়ার্ল্ডের খবর। একটু খোঁজখবর করতেই জানা গেল রাজনীতি, কয়লা-জমি মাফিয়া ও রঙ্গদারি ট্যাক্সের (প্রাণের হুমকি দিয়ে টাকা আদায়) নিবিড় যোগাযোগের কাহিনি। নওয়াজউদ্দিন সিদ্দিকি, মনোজ বাজপেয়ি, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত গ্যাংস অব ওয়াসেপুরের কথা এখনও কম বেশি সকলেরই জানা। বাস্তবের এই ওয়াসেপুর অবস্থিত ধানবাদ বিধানসভা কেন্দ্রে। আর সেখানকার বর্তমানের বেতাজ বাদশার নাম হল প্রিন্স খান ওরফে ওয়াসেপুরের দাউদ। গা ঢাকা দিয়ে দুবাইতে থাকলেও সেখান থেকেই ঝরিয়া, বাগমারা ও ধানবাদের একটি বড় অংশে রঙ্গদারি ট্যাক্স তোলার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এবার পুজোর সময়েও এক ডাক্তার, এক লোহা ব্যবসায়ীসহ একাধিক ব্যক্তির কাছে ফোন আসে অজানা নম্বর থেকে। চাওয়া হয় ন‌্যূনতম ২০ লক্ষ টাকার রঙ্গদারি ট্যাক্স। না দিলেই নিশ্চিত প্রাণহানি। কিন্তু ভোট আসতেই বন্ধ রঙ্গদারি ট্যাক্স চেয়ে ফোন আসা। ধানবাদের এই আন্ডারগ্রাউন্ড জগতের কোনও কোনও খবর রাখা (নাম প্রকাশে অনিচ্ছুক) এক ব্যক্তি বলেন, ‘গত দশদিন কোনও ফোন আসেনি। শুনলাম, ইলেকশনের জন্য বন্ধ রাখতে বলা হয়েছে।’ কে বন্ধ রাখতে বলেছে? তাহলে কী... প্রশ্ন শেষ হওয়ার আগেই, তাঁর উত্তর, ‘যারা প্রিন্সকে তৈরি করেছে তারাই। এর থেকেই কি পরিষ্কার নয় যে এখানকার আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত এক শ্রেণির রাজনৈতিক নেতা ও বেশকিছু পুলিস-প্রশাসনের কর্তাও?’
এই প্রিন্স হল বর্তমানে জেলে থাকা ওয়াসেপুরের ডন ফাহিম খানের ভাইপো। একদা ডেয়ারি ব্যবসায়ী প্রিন্সকে তাঁর কাকার বিপরীত শক্তি হিসেবে তৈরি করেছে সিস্টেমই। ফাহিমের ছেলে ইকবাল খানকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুনের চেষ্টাও করেছে প্রিন্স। তবে ইকবাল বর্তমানে গোলাগুলির লড়াই নয়, শান্তির আর্জি জানাচ্ছে। একদা ফাহিমের বাড়িতে গুলিবর্ষণ করেছিল তাঁর তৎকালীন শত্রু সুলতান গ্যাং (গ্যাংস অব ওয়াসেপুর সিনেমার একেবারে প্রথম দৃশ্য)। দেওয়ালে গুলির দাগ এখনও পরিষ্কার। সেই দেওয়ালের সামনে দাঁড়িয়েই ইকবাল বলেন, ‘আমার একটাই কথা, যেই ক্ষমতায় আসুক ইন্ডিয়া মহাকটবন্ধনই হোক বা এনডিএ জোট, নতুন সরকার যেন ক্রাইম গ্রাফ নীচের দিকে নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করে।’
ওয়াসেপুর যদি শান্তই হয়, তাহলে প্রিন্স দেশের বাইরে থেকে কাজ করাচ্ছে কাদের দিয়ে? জানা গেল, একেবারে রাজ্যের বাইরে থেকে লোক নিয়ে এসে চালানো হচ্ছে ‘অপারেশন’। মূলত উত্তরপ্রদেশের বেশ কয়েকটি গ্যাংকে কাজে লাগিয়েই, রঙ্গদারি ট্যাক্স উশুল করানোর অভিযোগ উঠছে প্রিন্সের বিরুদ্ধে। টাকা না দেওয়ায় কিছুদিন আগে একটি খুনের ঘটে গিয়েছে। কিন্তু পুলিস এখনও কার্যতো ঠুঁটো জগন্নাথ বলেই অভিযোগ। 
ঝরিয়া এবং বাগমারা। ধানবাদ জেলার অধিকাংশ কয়লা খনি মূলত এই দুই বিধানসভা কেন্দ্রের মধ্যে। তবে ঝরিয়া কেন্দ্রের গুরুত্ব আলাদা। কারণ, এখনকার প্রাক্তন বিধায়ক সূর্যদেও সিং তথা তাঁর ‘সিং ম্যানসন’ই ছিল কয়লা খনি, শ্রমিক সংগঠন প্রভৃতি ব্যাপারে শেষকথা। আর খুড়তুতো ভাইয়ের খুনের দায়ে সূর্যদেওয়ের ছেলে জেলে যাওয়ায় ক্ষমতার লড়াইয়ে এই সিং ম্যানসনের ব্যাটন এখন রাগিণীর হাতে। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা