দেশ

মহারাষ্ট্রের ভোট প্রচারে মেরুকরণের চেনা ফর্মুলাতেই কংগ্রেসকে নিশানা প্রধানমন্ত্রীর

ছত্রপতি সম্ভাজিনগর: কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনতে চাইছে কংগ্রেস ও তাদের সহযোগীরা। উপত্যকার জন্য আলাদা সংবিধান তৈরির ষড়যন্ত্র করছে তারা। ভোটমুখী মহারাষ্ট্রে প্রচারে গিয়ে এমনই অভিযোগে সরব হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার ছত্রপতি সম্ভাজিনগরে বিজেপির জনসভায় তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘পাকিস্তানের ভাষায় কথা বলছে কংগ্রেস ও তার সহযোগীরা। মহারাষ্ট্রের মানুষ কি তাদের সমর্থন করবে?’ একইসঙ্গে মেরুকরণের চেনা ফর্মুলাতেও ফিরেছেন। মোদি বলেছেন, এই ভোট শুধু মাত্র নতুন সরকারকে নির্বাচনের ভোট নয়। কারণ, একদিকে রয়েছেন সম্ভাজি মহারাজের উপর আস্থাশীল দেশভক্তরা। অন্যদিকে, মুঘল সম্রাট আওরঙ্গজেবের অনুগামীরা।
কাশ্মীরে বিধানসভা ভোটে দাঁত ফোটাতে পারেনি বিজেপি। কিন্তু, সুদূ‌র মহারাষ্ট্রের বিধানসভা ভোটে উপত্যকা, ৩৭০ ধারা প্রত্যাহারের মতো ইস্যুকেও এদিন হাতিয়ার করলেন প্রধানমন্ত্রী। মোদি বলেন, ‘আমরা কাশ্মীরের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করেছি।  সংসদ ও আদালতে এর বিরোধিতা করেছে কংগ্রেস। এখন শরিকদের সঙ্গে হাত মিলিয়ে ৩৭০ ধারা ফেরাতে জম্মু ও কাশ্মীর বিধানসভায় প্রস্তাব পাশ করেছে তারা। কাশ্মীরের জন্য আলাদা সংবিধান চাইছে কংগ্রেস।’ হাত শিবিরের সেই ইচ্ছা কখনই পূর্ণ হবে না বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী। কার্যত চ্যালেঞ্জ ছুড়ে তিনি জানিয়েছেন, ‘কাশ্মীর ভারতে অবিচ্ছেদ্য অংশ। দেশের প্রতিটি মানুষ চায়, কাশ্মীরেও শুধুমাত্র বাবাসাহেব আম্বেদকরের সংবিধান জারি থাকুক।’ এদিনও হাত শিবিরকে নিশানা করতে গিয়ে জাতপাতের প্রসঙ্গও টেনেছেন মোদি। তিনি জানান, সংরক্ষণ ও মেধা পরস্পর বিরোধী বলে মনে করত। তাদের সেই মানসিকতা বিন্দুমাত্র বদলায়নি। তাই অনগ্রসর শ্রেণির কোনও ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন, ১০ বছর সেই পদে থাকবেন, সেটা তারা মেনে নিতে পারছেন না। এদিন নাম না করে কংগ্রেসের রাহুল গান্ধীকেও নিশানা করেছেন প্রধানমন্ত্রী। বলেন, কংগ্রেসের যুবরাজ বিদেশে গিয়েছিলেন। সেখানে খোলাখুলি বলেছেন, তাঁর দল সংরক্ষণ তুলে দেবে।এই পরিকল্পনার অংশ হিসেবে মহারাষ্ট্রে কংগ্রেস ও মহাবিকাশ আঘাড়ি তফশিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণিকে ছোট ছোট খণ্ডে ভাগ করতে চাইছে। এই সভা রাজ্যের মহাযুতি সরকারের আওরঙ্গাবাদের নাম বদলে ছত্রপতি সম্ভাজিনগর করার প্রসঙ্গও মনে করিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এরফলে শিবসেনার প্রতিষ্ঠাতা বাল থ্যাকারে দীর্ঘদিনের ইচ্ছাপূরণ হয়েছে। 
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা