দেশ

নির্বাচনী কর্তাকে চড়, নির্দল প্রার্থীর গ্রেপ্তারি ঘিরে রণক্ষেত্র রাজস্থানের গ্রাম
 

জয়পুর: দাউ দাউ করে জ্বলছে একের পর এক গাড়ি। আগুন খড়ের গাদায়। তার মধ্যেই গ্রামের রাস্তায় পুলিসের ভারী বুটের শব্দ। লাঠি-ঢাল-হেলমেট-ভেস্ট। বিশাল বাহিনীর পিছনেই একের পর এক পুলিস ভ্যান। অ্যান্টি-রায়ট গাড়িও। না, কোনও সিনেমার শ্যুটিং নয়। পুলিসি অভিযান। তবে নাটকীয়তায় ব্লকবাস্টার কোনও হিন্দি ছবির থেকে কম কিছু নয়। বুধবার থেকে দফায় দফায় সংঘাত ও হিংসার পর অবশেষে বৃহস্পতিবার রাজস্থানের দেওলি-উনিয়ারা বিধানসভা উপ নির্বাচনের নির্দল প্রার্থী নরেশ মীনাকে গ্রেপ্তার করল পুলিস। বুধবার ভোটগ্রহণ চলার মধ্যেই সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) অমিত চৌধুরীকে কলার ধরে চড় কষিয়েছিলেন কংগ্রেসের এই বিদ্রোহী নেতা। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার দুপুর থেকেই উত্তপ্ত টঙ্ক জেলার এই এলাকা। একদিকে মীনার সমর্থকদের সঙ্গে পুলিসের সংঘর্ষ। অন্যদিকে এসডিএমকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন রাজস্থান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের অফিসাররা। তারই মধ্যে মীনাকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর সমর্থকদের বাধার মুখে ফিরে যায় পুলিস। এদিন অবশ্য আর বিফল হতে হয়নি পুলিসকে। তবে গ্রেপ্তারির আগেও ঝাঁঝ কমেনি মীনার। সাংবাদিকদের ক্যামেরার সামনেই তাঁর সদর্প ঘোষণা, ‘আত্মসমর্পণ করব না’। কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়েন হাত শিবিরের বিদ্রোহী নেতা নরেশ মীনা। গতকাল ভোট চলাকালীন ঘটনার সূত্রপাত সামরাভাতা গ্রামে। স্থানীয় দাবিদাওয়া ঘিরে এসডিএমের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন মীনা।  এরইমধ্যে এসডিএমকে  চড় মারেন তিনি। সমর্থকদের নিয়ে ধরনায় বসার চেষ্টা করেন এই নির্দল প্রার্থী। ইভিএম ফিরিয়ে নিয়ে যাওয়ার কাজেও বাধা দেওয়া হয়। এরপর তাঁকে পুলিস গ্রেপ্তার করতে গেলে হিংসা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সব মিলিয়ে প্রায় ৬০ জনকে। পুড়িয়ে দেওয়া হয় প্রায় ৬০টি দু’চাকা ও ১৮টি চার চাকা গাড়ি। এর মধ্যে রয়েছে পুলিসের গাড়িও। এদিনও গ্রামে ঢোকার সময় পুলিসকে লক্ষ্য করে ইটবৃষ্টি করেন মীনার সমর্থকেরা। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠি চালায় পুলিস। কাঁদানে গ্যাসের শেলও ফাটায়। মীনার গ্রেপ্তারির পরও হিংসার ঘটনা ঘটে। তাঁর সমর্থকেরা গ্রাম লাগোয়া হাইওয়ে অবরোধ করেন। বিক্ষোভকারীদের হটাতে ফের কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিস। পুলিসের আইজি (আজমির) ওম প্রকাশ বলেন, সরকারি কাজে বাধাদান, জনগণের সম্পত্তি নষ্ট সহ বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলা দায়ের করা হয়েছে মীনার বিরুদ্ধে।    
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা