বিদেশ

গোয়েন্দা প্রধান পদে মনোনয়ন, ‘হিন্দু’ তুলসীকে গুরুদায়িত্ব ডোনাল্ড ট্রাম্পের

ওয়াশিংটন: তাঁর ভারতপ্রেম সুবিদিত। প্রকাশ্যেই হিন্দু ধর্মের প্রশস্তি ধরা পড়ে তাঁর বক্তব্যে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিজের সংগ্রহ থেকে ভগবত গীতা উপহার দিয়েছিলেন তিনি। এহেন তুলসী গাবার্ডকে ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর (ডিএনআই) পদে মনোনয়ন দিলেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোয়েন্দা অধিকর্তা হওয়ার সুবাদে তুলসী হবেন প্রেসিডেন্টের নিরাপত্তা সংক্রান্ত পরামর্শদাতা। একইসঙ্গে হোয়াইট হাউসের নীতি নির্ধারন সংক্রান্ত ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দীর্ঘদিনের ঘনিষ্ঠ স্টিফেন মিলারকে বেছে নিয়েছেন ট্রাম্প। মিলারের নিযুক্তি ভারতীয়দের জন্য আদৌ ভালো খবর নয় বলেই মনে করা হচ্ছে। অভিবাসন নিয়ে কঠোর অবস্থান ও এইচ-১বি ভিসার বিরোধী মিলার আমেরিকায় কর্মরত ভারতীয় টেক ও আইটি পেশাদারদের পক্ষে সমস্যার কারণ হয়ে উঠতে পারেন। এদিনই বিদেশ সচিব পদে মার্কো রুবিওকে মনোনয়ন দিয়েছেন ট্রাম্প। দীর্ঘদিন ধরে তিনি ফ্লোরিডার সেনেটর। কিউবার শরণার্থী বাবা-মার সন্তান মার্কো বিদেশ সচিব হিসেবে বন্ধু দেশগুলির সঙ্গে সম্পর্ক আরও উন্নত করতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন ট্রাম্প।
নির্বাচনী প্রচারের জন্য এক্স হ্যান্ডলে ‘ট্রাম্প ওয়ার রুম’ নামে একটি অ্যাকাউন্ট খুলেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সেই অ্যাকাউন্ট থেকেই তুলসী এবং মার্কোর নিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। তুলসী প্রসঙ্গে ট্রাম্প লিখেছেন, ‘প্রাক্তন কংগ্রেস সদস্য তুলসী গাবার্ডকে ডিএনআই নিয়োগ করতে পেরে আমি আনন্দিত। দুই দশক ধরে তিনি আমেরিকার হয়ে লড়াই করেছেন। প্রাক্তন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট মনোনীত তুলসীর সব দলেই সমর্থক রয়েছে। তাঁর নির্ভীক মানসিকতা কাজে লাগাতে চাই।’ ২০১৯ সালে তুলসী ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থীর মনোনয়ন পেয়ে কমলা হ্যারিসকে চ্যালেঞ্জ করেছিলেন। তবে ২০২২ সালে রুশ-ইউক্রেন যুদ্ধে বাইডেন প্রশাসনের ভূমিকার সমালোচনা করে ডেমোক্র্যাট দল ছাড়েন। উল্লেখ্য, তাঁর মা হিন্দু ধর্ম গ্রহণ করেন। তুলসীও নিজেকে হিন্দু বলে পরিচয় দেন। অন্যদিকে, আগের বার ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালীন মার্কো রুবিও মূলত লাতিন আমেরিকার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নত করার কাজে নিয়োজিত ছিলেন। সেই কাজে সাফল্যের জন্য তাঁকে ‘ভার্চুয়াল সেক্রেটারি অব স্টেট ফর লাতিন আমেরিকা’ বলা হতো। - ফাইল চিত্র
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.২৭ টাকা১০৯.০১ টাকা
ইউরো৮৭.৪৪ টাকা৯০.৮০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা