বিদেশ

নির্বাচনে জিতেই পুতিনকে ফোন ট্রাম্পের! ইউক্রেন যুদ্ধ বন্ধ করার পরামর্শ

ওয়াশিংটন, ১১ নভেম্বর: প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশের দিনই ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, যুদ্ধ বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। দেখা গেল, কার্যক্ষেত্রেও সেই রাস্তাতেই হাঁটার চেষ্টা করছেন রিপাবলিকান দলের নেতা। একটি বহুল প্রচারিত আমেরিকার সংবাদমাধ্যমের দাবি, নির্বাচনে জেতার পরেই বৃহস্পতিবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ সারেন ডোনাল্ড ট্রাম্প। রবিবার প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, ফ্লোরিডা রিসর্ট থেকেই এই ফোনটি সারেন তিনি।
কী কথা হল দু’দেশের প্রেসিডেন্টের মধ্যে? দাবি করা হচ্ছে, এই ফোনে মার্কিন মুলুকের নয়া প্রেসিডেন্ট পুতিনকে ইউক্রেনে যুদ্ধ না বাড়ানোরই পরামর্শ দিয়েছেন। পাশাপাশি তিনি ইউরোপে আমেরিকার বিশাল সামরিক উপস্থিতির কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। যদিও এই ফোনালাপের সত্যতা সম্পর্কে হোয়াইট হাউসের তরফে এখনও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
ওয়াকিবহাল মহলের মতে, উপর উপর হলেও ট্রাম্পের এই জয়ের পরেই আমেরিকা ও রাশিয়ার মধ্যে সম্পর্কের বরফ কিছুটা হলেও গলতে শুরু করেছে। ভোটে জয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছিলেন পুতিন। পাশাপাশি নয়া মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যে তিনি কথা বলতে প্রস্তুত, তাও সাফ জানিয়েছিলেন।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরাও ট্রাম্পের এই পদক্ষেপকে সদর্থক হিসেবেই দেখছেন। এর ফলে ইউক্রেন ও রাশিয়া যুদ্ধের কূটনৈতিক মীমাংসার পথ প্রশস্ত হতে চলেছে বলেই আশাবাদী তাঁরা।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৭৩ টাকা৮৫.৪৭ টাকা
পাউন্ড১০৫.৮৫ টাকা১০৯.৬১ টাকা
ইউরো৮৭.৮২ টাকা৯১.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
1st     December,   2024
দিন পঞ্জিকা