বিদেশ

ট্রাম্প জিততেই আমেরিকায় ফোর বি আন্দোলনে মহিলারা

ওয়াশিংটন: ‘কমলা পারেননি, আমরা গড়ব ইতিহাস।’ এই ডাক দিয়ে আগামী চার বছর ট্রাম্পের শাসনকালে পুরুষ সঙ্গীদের সঙ্গে যৌন সম্পর্কে ‘না’ যাওয়ার সিদ্ধান্ত নিলেন আমেরিকার বহু মহিলা। সমাজমাধ্যম থেকে রাস্তাঘাট— সর্বত্র ছড়িয়ে পড়ছে প্রতিবাদ। এবার দক্ষিণ কোরিয়ার ঐতিহাসিক ‘ফোর বি’ মুভমেন্ট হতে চলেছে মার্কিন মুলুকেও। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, পুরুষ ভোটাররা এবার ঢেলে ভোট দিয়েছেন ট্রাম্পকে। আর কমলার পরাজয়ে প্রকাশ্যেই চোখের জল মুছতে দেখা গিয়েছে মেয়েদের। বস্তুত, দু’বার ভোটে জিতেছেন ট্রাম্প। আর দু’বারই তিনি হারালেন মহিলা প্রতিদ্বন্দ্বীকে। প্রথমবার হিলারি ক্লিনটন। আর এবার কমলা হ্যারিস।       
কোরিয়ান ভাষায় ‘বি’ শব্দের অর্থ ‘না’। ২০১৬ সালে ‘ফোর বি’ মুভমেন্ট শুরু হয় দক্ষিণ কোরিয়ায়। কী এই ‘ফোর বি’? চারটি কাজে ‘না’ বলতে শুরু করেন নারীরা। ১) কোনও পুরুষের সঙ্গে ডেটে যাবেন না। ২) কোনও পুরুষের সঙ্গে যৌনসঙ্গম করবেন না। ৩) পুরুষদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া যাবে না। ৪) সন্তান প্রসব নয়। ২০১৬ সালে সিওলে একজন মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়। কারণ? অভিযুক্ত ব্যক্তি মনে করেছিলেন, ওই মহিলা তাঁকে অবহেলা করেছেন। এই ঘটনার প্রতিবাদে শুরু হয়েছিল ‘ফোর বি’ মুভমেন্ট।  
কয়েক সপ্তাহ আগে দেশের একমাত্র কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামা পুরুষ ভোটারদের কাছে কমলাকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছিলেন। কিন্তু হোয়াইট হাউসের ‘পুরুষ দুর্গ’ ভেদ করে একজন মহিলার অভিষেক ঘটেনি ২০২৪ সালেও। এই আবহে তাই প্রতিবাদের ডাক দিলেন মহিলারা। চলতি বছরের নির্বাচনে গর্ভপাতের অধিকারের ইস্যু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করেছিলেন বিশ্লেষকরা। গর্ভপাত নিয়ে প্রশ্নের মুখে একজন সাংবাদিকের উপর চটেই গিয়েছিলেন ট্রাম্প। নির্বাচনী প্রচারে কমলাকে নিয়ে ট্রাম্পের নানা বিদ্বেষমূলক মন্তব্যও ভোটারদের মনে প্রভাব ফেলেনি। এমন পরিস্থিতিতে মার্কিন মহিলারা শরেু করেছেন ‘৪বি’ মুভমেন্ট। একজন মার্কিন মহিলা বলছেন, ‘আগামী চার বছর কোনও পুরুষের সঙ্গে সঙ্গম করব না। পুরুষরা যদি আমাদের অধিকার খর্ব করার জন্যই এই নির্বাচনে ভোট দিয়ে থাকেন, তবে তাঁরাও যেন আশা না করেন, কোনও মহিলা তাঁদের স্পর্শ করবে।’ 
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম বিদ্যালাভের যোগ আছে। কাজকর্মে উন্নতি ও কাজে আনন্দলাভ। অর্থাগমের উত্তম যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৬.৬৭ টাকা১১০.৪৩ টাকা
ইউরো৮৮.২৪ টাকা৯১.৬২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা