রাজ্য

আল কায়েদার ৪ বাংলাদেশি জঙ্গির ট্রেনের টিকিটের ব্যবস্থা করা হতো কলকাতা থেকেই

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে ধৃত বাংলাদেশি আল কায়েদা জঙ্গিদের ভিন রাজ্যে যাতায়াতের জন্য ট্রেনের টিকিট যেত কলকাতা থেকেই। এ ব্যাপারে তাদের সাহায্য করত মির্জা গালিব স্ট্রিটের একটি ভ্রমণ সংস্থার এক কর্মী। ইতিমধ্যে ঝাঁপ গুটিয়েছে ওই সংস্থা। সেখানকার ওই কর্মীর সঙ্গে আল কায়েদা সদস্যদের কথোপকথনের প্রমাণ হাতে পাওয়ার পরই তাঁকে নোটিস পাঠিয়ে তলব করা হয়েছে। 
২০২৩-এর মে মাসে গুজরাত এটিএসের হাতে ধরা পড়ে চার আল কায়েদা জঙ্গি। বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে তারা প্রথমে পশ্চিমবঙ্গেই ঢোকে। এনআইএ তদন্তভার নেওয়ার পর ওই চারজনের বিরুদ্ধে সেই বছরের নভেম্বরে চার্জশিট দিয়ে দেয়। ধৃত জঙ্গিদের মোবাইল ফোন থেকে বেনিয়াপুকুর এলাকার এক বাসিন্দার নাম পান গোয়েন্দারা। দেখা যায়, কথাবার্তার পাশাপাশি রেলের টিকিট সংক্রান্ত বিষয়ে তাঁদের মধ্যে মেসেজ আদানপ্রদান হয়েছে। সেই সূত্রে তদন্তে জড়িয়ে পড়ে কলকাতার নাম। তদন্তকারীরা জানতে পারেন, কলকাতার ওই ব্যক্তির উত্তরপ্রদেশে যোগাযোগ রয়েছে। চার বাংলাদেশির সহযোগী হিসেবে কাজ করা আল কায়েদার ভারতীয় মডিউলের এক সদস্য মির্জা গালিব স্ট্রিটের ওই যুবকের সঙ্গে যোগাযোগ রেখে চলত। তিনিই জঙ্গিদের ট্রেনের টিকিট কেটে দিয়েছিলেন। সিট রিজার্ভেশন অবশ্য করা হয়েছিল অন্য ব্যক্তিদের নামে। 
ধৃত বাংলাদেশিদের জিজ্ঞাসাবাদ করে এনআইএ জানতে পারে, কলকাতার ওই ট্রাভেল সংস্থার কর্মী তার এক পরিচিতকে ধরে শহরে কয়েকদিন থাকার ব্যবস্থা করে দেয়। এমনকী, এখানে আসার পর তাদের জাল পরিচয়পত্র তৈরিতেও সাহায্য করেছেন তিনি। সব নথি জোগাড় হওয়ার পর তারা ভিন রাজ্যে গিয়েছে। সেই টিকিট কেটে দিয়েছিলেন বেনিয়াপুকুরের বাসিন্দা ওই যুবক। এনআইএ কর্তারা আরও জেনেছেন, মির্জা গালিব স্ট্রিটের একাধিক ট্রাভেল এজেন্টের মাধ্যমে টিকিট কাটা হয়েছে আল কায়েদার একাধিক সদস্যের জন্য। এই সব ভ্রমণ সংস্থার সঙ্গে আধার, প্যান সহ বিভিন্ন নথি তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের যোগাযোগ রয়েছে। তাঁদের মাধ্যমেই ওই চার আল কায়েদা সদস্য সহ অন্য জঙ্গিদের জাল নথি তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট ভ্রমণ সংস্থার যে কর্মী জঙ্গিদের সাহায্য করেছিলেন বলে অভিযোগ, তা তিনি জেনেশুনে নাকি অজান্তে করেছিলেন, জিজ্ঞাসাবাদ করে সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা।    
1d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা