দেশ

প্রত্যয়ী হেমন্ত, আবেগে ভেসে ভোটে প্রিয়াঙ্কা

নিজস্ব প্রতিনিধি, রাঁচি ও নয়াদিল্লি: প্রচারে ঝড় তুলেছে বিজেপি। ভোট বয়কটের ডাক দিয়েছিল মাওবাদীরাও। কিন্তু বুধবার ঝাড়খণ্ডে মোটের উপর নির্বিঘ্নেই মিটেছে প্রথম দফার ভোট। বেলা বাড়তেই বেশি মাত্রায় বুথমুখী হন ৪৩টি বিধানসভা আসনের ভোটাররা। বিকেল পাঁচটায় ভোটের হার গিয়ে দাঁড়ায় ৬৪.৮৬ শতাংশে। সবথেকে বেশি ভোট পড়েছে লোহারদাগায় (৭৩ শতাংশ)। সবথেকে কম হাজারিবাগে (৫৯ শতাংশ)। আর তাতেই জয় নিয়ে প্রত্যয়ী বিদায়ী মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) সুপ্রিমো সকালেই স্ত্রী কল্পনাকে সঙ্গে নিয়ে ভোট দিতে যান রাঁচিতে। তাঁ দলের মুখপাত্র সুপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘মানুষ যে মাত্রায় ভোট দিয়েছেন তাতে আমাদের আসন যে গতবারের তুলনায় বাড়ছে, এটা নিশ্চিত।’ একইভাবে রাজ্যে পরিবর্তন আসছেই বলে জানিয়েছেন বিজেপির মুখপাত্র প্রতুল শাহ দেও।
দেশের আরও ২৫টি বিধানসভা আসনে উপ নির্বাচন ছিল এদিন। তবে সবার চোখ ছিল ওয়েনাড় লোকসভা কেন্দ্রের দিকে। এই উপ নির্বাচনেই দাদা রাহুলের ছেড়ে যাওয়া নির্বাচনী ময়দানে অভিষেক হল প্রিয়াঙ্কা গান্ধীর। আবেগে ভেসেই এদিন বিভিন্ন বুথ পরিদর্শনে যান তিনি। গত জুলাই মাসের ভয়ঙ্কর ভূমিধসের স্মৃতি ভুলে এদিন উৎসাহের সঙ্গে ভোট দিয়েছে ওয়েনাড়বাসী। সন্ধ্যা ছ’টা পর্যন্ত সেখানে ৬৪.৭২ শতাংশ ভোট পড়েছে। যদিও চারমাস আগের লোকসভা নির্বাচনের (৭৩.৫৭ শতাংশ) তুলনায় তা বেশ কম।
এদিনের বিধানসভা উপ নির্বাচনে দ্রুততম ভোটদানের রেকর্ড গড়েছে কর্ণাটকের চান্নাপাটনা। সেখানে বিকেল পাঁচটার মধ্যে ৮৪.২৬ শতাংশ ভোট পড়ে যায়। তবে সর্বত্র যে শান্তি ছিল, তা নয়। বুথ দখলের অভিযোগ তুলে মধ্যপ্রদেশের ভোপালে নির্বাচন কমিশনের সামনে ধর্নায় বসেন প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারি এবং রাজ্য বিজেপি সভাপতি ভি ডি শর্মা। অশান্তি পাকানোর অভিযোগে বিজয়পুরের বিজেপি ও কংগ্রেস প্রার্থীকে গৃহবন্দি করে পুলিস। অশান্তির খবর এসেছে অসমের সামাগুড়ি আসন থেকেও। সেখানে ভুয়ো ভোটার, কংগ্রেস প্রার্থী তানজিল হোসেনের বাবা এমপি রকিবুল হোসেনের কনভয় লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অবিযোগ উঠেছে। আবার রাজস্থানের দেওলি-উনিয়ারা কেন্দ্রে বুথের মধ্যে এসডিএমকে চড় মারতে দেখা যায় নির্দল প্রার্থী নরেশ মিনাকে।
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা