খেলা

তিলকের দুরন্ত সেঞ্চুরি, জিতল ভারত

সেঞ্চুরিয়ান: প্রথমে তিলক ভার্মার দুরন্ত শতরান। তারপর চাপের মুখে অর্শদীপের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবাদে দক্ষিণ আফ্রিকাকে ১১ রানে হারাল ভারত। বুধবার তৃতীয় টি-২০ ম্যাচে জয়ের জন্য হোমটিমের দরকার ছিল ২২০ রান। টসে হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১৯ রান তোলে টিম ইন্ডিয়া। তিলক (অপরাজিত ১০৭) ও অভিষেক শর্মা করলেন ৫০ রান। জবাবে ব্যাট করতে নেমে ২০৮ রানে থামে প্রোটিয়া ইনিংস। ভারতের হয়ে সফলতম বোলার অর্শদীপ। তাঁর শিকার তিনটি উইকেট। এছাড়া বরুণ চক্রবর্তী দু’টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। রিকেলটন (২০), হেনড্রিকস (২১), মার্করাম (২৯), স্টাবস (১২), মিলার (১৮) কেউই ক্রিজে থিতু হতে পারেননি। হেনরিক ক্লাসেন (৪১) ও মার্কো জানসেন (মাত্র ১৭ বলে ৫৪ রান) চেষ্টা চালালেও, তা যথেষ্ট ছিল না। এদিন মাঠে পোকার উৎপাতে প্রায় ১৮ মিনিট খেলা বন্ধ থাকে। দক্ষিণ আফ্রিকা ইনিংসের প্রথম ওভারের পরেই মাঠ ছাড়েন দু’দলের খেলোয়াড়রা।
মুম্বই ইন্ডিয়ান্স থেকে উত্থান তিলকের। তাঁকে ‘রিটেইন’ করে নীতা আম্বানির ফ্র্যাঞ্চাইজি যে সঠিক সিদ্ধান্তই নিয়েছে সেটাই যেন প্রমাণ করে দিলেন। পঞ্চাশ এসেছিল ৩২ বলে। কেরিয়ারের প্রথম আন্তর্জাতি শতরানে পৌঁছতে তিলকের লাগল ৫১ বল। অর্থাৎ, পরের পঞ্চাশ এল ১৯ বলে! তিনি যে লম্বা রেসের ঘোড়া, সেটাও মেলে ধরল এই শতরান। তিন নম্বরে ব্যাট করতে নেমে ১৯১.০৭ স্ট্রাইকরেটে ৫৬ বলে তিলক অপরাজিত থাকলেন ১০৭ রানে। তাঁকে যোগ্য সঙ্গত দেন অভিষেক শর্মা (৫০)। শেষ সাত ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিল মোটে ৭০। স্বাভাবিকভাবেই সমালোচনায় রক্তাক্ত হচ্ছিলেন এই তরুণ ওপেনার। এই আবহেই ঘুরে দাঁড়ালেন তিনি। ২৪ বলে পৌঁছলেন পঞ্চাশে। এই দুই বাঁহাতি ব্যাটারের হাত ধরে দু’শোর গণ্ডি টপকায় ভারত। তবে এদিন আরও একবার সঞ্জু-সূর্যদের ব্যর্থতা চিন্তা বাড়াল টিম ম্যানেজমেন্টের। 
সুপারস্পোর্ট পার্কে তৃতীয় ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। চলতি সিরিজে টসভাগ্য একেবারেই সঙ্গী হচ্ছে না ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবের। ব্যাটেও ফের ব্যর্থ ‘স্কাই’। এদিন চার বলে তাঁর সংগ্রহ মাত্র ১। তিন ম্যাচে সূর্যর ব্যাটে এসেছে মোট ২৬ রান!
ডারবানে চোখধাঁধানো সেঞ্চুরির পর জিকেবেরহা ও সেঞ্চুরিয়ানে হতাশ করলেন সঞ্জু স্যামসন। পরপর দুই ম্যাচে মার্কো জানসেনের পয়লা ওভারে বোল্ড হলেন তিনি। শেষ তিন টি-২০ সিরিজে মোট চারবার শূন্য রানে আউট হলেন তিনি। দ্বিতীয় উইকেটে অভিষেক ও তিলক ৫২ বলে যোগ করেন ১০৭ রান। কিন্তু অভিষেক ফিরতেই রানের গতি কমল। সূর্যর পর দ্রুত ফিরলেন হার্দিক পান্ডিয়া (১৮) ও রিঙ্কু সিং (৮)। তবে অভিষেককারী রামনদীপ সিং প্রতিশ্রুতি দিলেন। প্রথম বলেই ছয় হাঁকালেন তিনি। ৬ বলে ১৫, ফিনিশার হিসেবে দাগ কাটলেন কেকেআরের ব্যাটার। এই জয়ের সুবাদে চার ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। শেষ ম্যাচে শুক্রবার মাঠে নামবে দু’দল। তার আগে আরও একবার ডেথ ওভারে বোলারদের পারফরম্যান্স চিন্তায় রাখল ভারতকে। মার্কো জানসেন রীতিমতো হার্দিক, বিষ্ণোইদের ধবলধোলাই করলেন।  
সংক্ষিপ্ত স্কোর: ভারত ২১৯-৬ (তিলক অপরাজিত ১০৭, অভিষেক ৫০, সিমেলানে ২-৩৪, মহারাজ ২-৩৬)। দক্ষিণ আফ্রিকা ২০৮-৭ (জানসেন ৫৪, ক্লাসেন ৪১, অর্শদীপ ৩-৩৭, বরুণ ২-৫৪)।
-ভারত জয়ী ১১ রানে।
-ম্যাচের সেরা: তিলক ভার্মা।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা