দেশ

মহারাষ্ট্রে অ্যাম্বুল্যান্সের অক্সিজেন সিলিন্ডার ফেটে বিষ্ফোরণ, চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন অন্তঃসত্তা

মুম্বই, ১৪ নভেম্বর: অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার ফেটে বিস্ফোরণ। তবে চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন এক অন্তঃসত্তা মহিলা।   গতকাল, বুধবার রাতে মহারাষ্ট্রের জলগাঁও জেলার এক হাসপাতাল থেকে ওই মহিলাকে অন্য হাসপাতালে নিয়েই যাচ্ছিল অ্যাম্বুল্যান্সটি। সঙ্গে ছিলেন  পরিবারের লোকজন। কিন্তু মাঝ রাস্তায় আচমকাই ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে শুরু করে। তখনই সন্দেহ হয় চালকের। আর সময় নষ্ট না করে তড়িঘড়ি গাড়ি থেকে নেমে পড়েন তিনি। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন মহিলার পরিবারের লোকজনও। এরপরই ওই চালক অ্যাম্বুল্যান্স থেকে দ্রুত সবাইকে বেরিয়ে আসতে বলেন। কোনওক্রমে গাড়ি থেকে সবাই বেরিয়ে আসা মাত্রই আগুন লেগে যায় অ্যাম্বুল্যান্সটিতে। আর তারপরেই বিস্ফোরণ।  বিকট শব্দে  কেঁপে ওঠে এলাকা। দাউ দাউ করে জ্বলতে থাকে অ্যাম্বুল্যান্সটি। কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। এমনকী এই বিস্ফোরণের জেরে আশপাশের কয়েকটি বাড়ির জানলার কাচ পর্যন্ত ভেঙে গিয়েছে বলে খবর। জানা গিয়েছে, ইঞ্জিন থেকে আগুন গোটা অ্যাম্বুল্যান্সে দ্রুত ছড়িয়ে পড়ে। অ্যাম্বুল্যান্সের ভিতরেই ছিল অক্সিজেন সিলিন্ডার। আগুন সিলিন্ডারটির সংস্পর্শে আসতেই বিষ্ফোরণ হয়। তবে প্রত্যেকেই নিরাপদ দূরত্বে থাকায় কারও কোনও ক্ষতি হয়নি। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।  আর তাতেই  হইচই পড়ে গিয়েছে নেটিজেনদের মধ্যে।  
20h 20m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চাকরিজীবীদের কর্মোন্নতি ও পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগ। যানবাহন চালনায় সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা