দেশ

বাবুলাল নয়, জিতলে বিজেপির মুখ ‘অনভিজ্ঞ’ আশা লকরা?

প্রীতেশ বসু, গিরিডি: কে হবেন ঝাড়খণ্ডের নতুন মুখ্যমন্ত্রী? ‘ইন্ডিয়া’ জোট জিতলে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (জেএমএম) চেয়ারম্যান হেমন্ত সোরেনই যে দ্বিতীয়বার এই পদে বসবেন, তা একপ্রকার নিশ্চিত। তাদের স্লোগানে বিষয়টি আরও পরিষ্কার হয়ে গিয়েছে। ঝাড়খণ্ডজুড়ে জেএমএম সমর্থকদের মুখে মুখে ঘুরছে স্লোগান, ‘এক হি নাড়া, হেমন্ত দোবারা।’ দলের প্রতিষ্ঠাতা শিবু সোরেনের সঙ্গে ছেলে হেমন্তের একসঙ্গে ছবি, তার নীচে বড় বড় হরফে লেখা এই স্লোগান। কিন্তু বিজেপি জিতলে কে হবেন মুখ্যমন্ত্রী, তা মোটেও স্পষ্ট নয়। কারণ, বিজেপি শিবিরে মুখ্যমন্ত্রী পদের একাধিক দাবিদার। বিরোধীদের কটাক্ষ, বিজেপি রাজ্য সভাপতি তথা খানওয়ার বিধানসভা থেকে দলের প্রার্থী বাবুলাল মারান্ডি নাকি ইতিমধ্যে শপথ গ্রহণের প্রস্তুতি নিয়ে ফেলেছেন! অন্যদিকে, ‘দলবদলু’ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সোরাইকেলার বিজেপি প্রার্থী চম্পই সোরেন ফের মুখ্যমন্ত্রী হবেন ভেবে আশায় বুক বাঁধছেন তাঁর সমর্থকরা। অথচ বিজেপি সূত্রেই খবর, জনগণের রায় বিজেপি তথা এনডিএর পক্ষে গেলে এই দু’জনকে ‘ললিপপ’ ধরিয়ে মুখ্যমন্ত্রী পদে একেবারে নতুন মুখ এনে চমক দেবেন মোদি-শাহরা। এমনকী, এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন না, এমন কাউকে তাঁরা মুখ্যমন্ত্রী পদে বসাতে পারেন বলে জোর চর্চা চলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক বিজেপি নেতা জানান, বাবুলাল মারান্ডি এবং চম্পই সোরেন, দু’জনেরই যথেষ্ট বয়স হয়েছে। কিন্তু ‘কমবয়সি’ রাজ্য ঝাড়খণ্ড ভোটারদের গড় বয়সের নিরিখেও যথেষ্ট ‘ইয়াং’। এবারের নির্বাচনে নতুন ভোটার প্রায় ১২ লক্ষ। এসব তথ্য মাথায় রেখে রাঁচির ৪৫ বছর বয়সি আশা লকরাকে বিজেপি মুখ্যমন্ত্রী পদে বসাতে পারে। কে এই আশা লকরা? তিনি রাঁচির প্রাক্তন মেয়র। বর্তমানে তিনি জাতীয় তফসিলি জাতি কমিশনের সদস্য এবং বিজেপির জাতীয় সচিব। সূত্রের খবর, সেনা পরিবার থেকে রাজনীতিতে যোগ দেওয়া আদিবাসী নেত্রী আশা লকরা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের খুব ঘনিষ্ঠ। ২০২৩-এ মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী পদে কে বসবেন, তা ঠিক করতে তিনজনের পর্যবেক্ষক দল গড়েছিল বিজেপি। সেই দলে মনোহরলাল খট্টর, কে লক্ষণের সঙ্গে ছিলেন আশাদেবীও। কোনও দিন বিধায়ক না হয়েও মুখ্যমন্ত্রী বাছাইয়ের দ্বায়িত্ব পাওয়ায় বোঝা গিয়েছিল, বিজেপির দলীয় ক্ষমতাবৃত্তে তাঁর প্রভাব কতটা। এবার ঝাড়খণ্ড নির্বাচনে তিনি প্রার্থী না হলেও মুখ্যমন্ত্রী হওয়ার ছ’মাসের কোনও কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে এলেই চলবে। তবে মুখ্যমন্ত্রী পদের জন্য তিনি একেবারেই অনভিজ্ঞ হবেন বলে দাবি দলের অনেকের। ২০১৯ সালে আদিবাসী সম্প্রদায়ের বাইরে রঘুবর দাসকে মুখ্যমন্ত্রী মুখ হিসেবে সামনে রেখে ভোটে লড়েছিল বিজেপি। সেই সিদ্ধান্তে রাজ্যের আদিবাসী সম্প্রদায় বেজায় চটেছিল বলে পরবর্তীকালে বিজেপির নিজস্ব রিপোর্টে উঠে আসে। এবারও বিভিন্ন আদিবাসী সংগঠনের তরফে তাদের সম্প্রদায় থেকে উঠে আসা নেতাকেই মুখ্যমন্ত্রী করার জন্য চাপ রয়েছে বিজেপির উপর। তবে এনিয়ে ঝাড়খণ্ডের বিজেপির ছোট-বড় কোনও নেতাই প্রকাশ্যে মুখ খুলতে রাজি হননি।
বিধানসভা নির্বাচনে ভোটদানের পর আশা লাকড়া (মাঝে)। 
15h 15m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা