দেশ

‘ভূতুড়ে’ তথ্যের আড়ালে রেশন কেলেঙ্কারি? চাপে পড়ে তদন্তের নির্দেশ বিজেপি সরকারের

চণ্ডীগড়: বিপিএল তালিকায় ভূত! কাড়ি কাড়ি ভর্তুকির রেশন তাহলে খাচ্ছে কে? প্রশ্নের মুখে হরিয়ানার বিজেপি সরকার। সদ্য হ্যাটট্রিক করে ক্ষমতায় ফিরেছে গেরুয়া শিবির। কিন্তু সরকারি তথ্যেই বেকায়দায় মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনির সরকার। সেখানে দেখা যাচ্ছে, রাজ্যের জনসংখ্যার প্রায় ৭০ শতাংশই দারিদ্র্য সীমার নীচে। গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক দপ্তরের তথ্যই বলছে, হরিয়ানার ২ কোটি ৮০ লক্ষ মানুষের মধ্যে ১ কোটি ৯৮ লক্ষের (দুই-তৃতীয়াংশ) নাম রয়েছে বিপিএল তালিকায়। আরও আশ্চর্যের বিষয়, শুধুমাত্র গত দু’বছরেই এই তালিকায় প্রায় ৭৫ লক্ষ নতুন নাম সংযুক্ত হয়েছে। স্বাভাবিকভাবেই ‘ডাবল ইঞ্জিন’ সরকারের উন্নয়নের প্রচার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের অভিযোগ, প্রকৃত গরিব মানুষ বঞ্চিত। বিপিএল তালিকায় তথ্যে জল মিশিয়ে লাগামছাড়া দুর্নীতি চলছে। চাপের মুখে তদন্তের নির্দেশ জারি করেছে সরকার। হরিয়ানা সরকারে ২০২৩-২৪ অর্থবর্ষের আর্থিক সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে যে, রাজ্যের মাথাপিছু আয় প্রায় তিন লক্ষ টাকা। যা জাতীয় গড়ের চেয়ে বেশি। কাজেই বিপিএল তালিকা নিয়ে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছে সরকার। 
ফলে বিপিএল তালিকার তথ্য নিয়ে রীতিমতো ‘কুরুক্ষেত্র কাণ্ড’ হরিয়ানায়। দায় ঝেড়ে ফেলতে সচেষ্ট স্বয়ং গণবণ্টনমন্ত্রী রাজেশ নাগার। তাঁর সাফাই, ‘তথ্য সংগ্রহের কাজ  সরাসরি আমার দপ্তর করে না। বিপিএল তালিকায় নাম তোলার কাজ চালায় সিটিজেন রিসোর্সেস ইনফরমেশন ডিপার্টমেন্ট (ক্রিড)। দু’বছরে ৭৫ লক্ষ নাম বৃদ্ধি পাওয়ার ঘটনা আশ্চর্যজনক। বিপিএল সংক্রান্ত তথ্য সংগ্রহের কাজে কোনও রকম অনিয়ম আছে কি না, জানতে বিষয়টি নিয়ে আমি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব।’
বিপিএল তালিকাভুক্তরা সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পায়। হরিয়ানায় প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি করে গম বা বাজরা মেলে। ৪০ টাকায় দু’কেজি সরষের তেল দেওয়া হয়। এক কেজি করে চিনি দেওয়া হয় ১৩.৫ টাকায়। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তর বিপিএল পরিবারগুলির জন্য বহু প্রকল্প চালায়। সম্প্রতি বিধানসভা ভোটের আগে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ঘোষণা করেছিলেন, গ্রামীণ এলাকায় বিপিএল পরিবারগুলিকে ১০০ বর্গ গজ করে জমি দেওয়া হবে। 
কিন্তু বিজেপি জমানায় উন্নয়নের ‘জোয়ার’ সত্ত্বেও কীভাবে প্রায় ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নীচে? চাপের মুখে পড়ে গণবণ্টনমন্ত্রী রাজেশ নাগার জানিয়েছেন, বিপিএল তালিকায় কীভাবে এত নাম যুক্ত হল তা নিয়ে তদন্ত হবে। উপভোক্তাদের উপার্জন সংক্রান্ত ‘সেল্ফ ডিক্লারেশন’ পেশ করতে হবে।  
16h 16m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিজ্ঞান গবেষণা ও ব্যবসায় আজকের দিনটি শুভ। বেকাররা চাকরি প্রাপ্তির সুখবর পেতে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৫.৮০ টাকা১০৯.৫৪ টাকা
ইউরো৮৮.০৩ টাকা৯১.৪০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা